প্রেম বিচ্ছেদের পর যা করা ভাল
এক্সক্লুসিভ ডেস্ক : প্রেমে মিলন সম্ভাবনা ও বিচ্ছেদের আশঙ্কা দুটিই থকে। প্রেম করার সময় প্রেমিক-প্রেমিকারা যেমন একে অপরকে ছাড়া কিছুই বোঝে না তেমনি বিচ্ছেদ হয়ে গেলে একে অপরের মুখটাও আর কেউ দেখতে চান না। এমন কি কেউ কেউ শাপে-নেউলের মতো আচরণ করেন।
এরপরও জীবন চলার পথে যেকোনো সময় হঠাৎ করেই দেখা হয়ে যেতে পারে। এ অবস্থায় আচরণের ধরন যে রকম হবে তা জেনে নেওয়া যাক,
বন্ধুত্বপূর্ণ আচরণ : হঠাৎ সাবেক প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেলে কখনই তাকে না চেনার ভান করে এড়িয়ে চলবেন না। তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। তার ভালো-মন্দের খোঁজ নিন।
ঈর্ষা করবেন না : আপনার সাবেক প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে তার প্রতি ঈর্ষামূলক বা প্রতিশোধমূলক আচরণ করা যাবে না। সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি নিচু মনোভাব দেখানো যাবে না। উভয়কেই একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
নিরাপদ বোধ করা : আপনার সাবেক প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে অনিরাপদ বোধ করার কিছুই নেই। নিশ্চই কোনো একটা কারণে আপনাদের বিচ্ছেদ হয়েছে। আর যদি আপনি এখনও তাকে সম্পূর্ণভাবে ভুলতে না পারেন। তবে অনিরাপদ না ভেবে ব্যাপারটি তাকে বুঝিয়ে বলুন। নিশ্চয় সে আপনার অনুভূতিকে শ্রদ্ধা করবেন।
আত্মসম্মান বজায় রাখা : আমাদের সবার আগে নিজেকে সম্মান করতে শেখা উচিত। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে বিচ্ছেদ অনেক সময় তাদের হীনম্মন্যতায় ভোগায়। কিন্তু বিচ্ছেদ হওয়া মানেই যে আর সম্মান হারানো এমনটা মোটেও মনে করা যাবে না। আপনার সাবেক প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা হলে তার সঙ্গে অবশ্যই সম্মানের সঙ্গে কথা বলতে হবে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস