বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৫:০৮

বাঘের মুখে যুবক

বাঘের মুখে যুবক

এক্সক্লুসিভ ডেস্ক : বাঘের মুখ থেকে যুবককে উদ্ধার করা হলেও শেষ রক্ষা করা যায়নি। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে যুবকটি।

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রোববার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নদিঘি এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নদিঘি এলাকায় কাঁকড়া ধরতে যায় ওই যুবক। কিছু বুঝে ওঠার আগেই তার ওপর হামলা চালায় একটি বাঘ।

অন্যদের চেষ্টায় বাঘের মুখ থেকে ওই যুবককে রক্ষা করা গেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে