বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৬:০২

ডিমের ভেতরে ডিম!

ডিমের ভেতরে ডিম!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বে প্রতিদিন কি পরিমাণ বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে তার সঠিক হিসাবে নেই। মজার একটা ঘটনা পড়ুন এবার।

আমেরিকার টেক্সাসে কুকি স্মিথ নামে এক মহিলা তার মুরগির দেওয়া ডিমের মধ্যে খুঁজে পেয়েছেন আরেকটি ডিম।

জানা গেছে, টেক্সাসের এবিলিনিতে বসবাসকারী কুকি স্মিথের পালা তিনটি মুরগির মধ্যে একটি অস্বাভাবিক বড় রকমের ডিম দেয়। ডিমটি স্বাভাবিক ডিমের চেয়ে তিন ইঞ্চি লম্বা এবং একটু ভারি। ডিমটি পেয়ে তিনি আশ্চর্য হয়ে ঘরে নিয়ে আসেন। এরপর ডিমটি ভাঙতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে আরেকটি পরিপূর্ণ ডিম।

ব্রিটেনের ন্যাশনাল হিস্টোরি মিউজিয়াম এই আশ্চর্য ডিমটি নিয়ে একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছে। তারা বলেছে, যে কারণেই হোক না কেন এই ডবল ডিমের ঘটনাটি আশ্চর্যকর। কীভাবে এই ডবল ডিমের ঘটনাটি ঘটল এ বিষয়ে প্রাণী চিকিৎসকরা এখনো ঠিক করে বলতে পারেননি।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে