বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৫:৪৪

পালতোলা চিকিৎসালয়

পালতোলা চিকিৎসালয়

এক্সক্লুসিভ ডেস্ক : অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য কোনো না কোনো চিকিৎসকের কাছে যেতেই হয়। ছুটতে হয় হাসপাতাল পর্যন্ত।

তবে এ হাসপাতাল ভীতি আছে অনেকেরই। ছোটদের বেলায় তো আরো বেশি। কিন্তু হাসপাতালটি যদি আকষর্ণীয় করে গড়া যায় তবে বেড়াতে যেতেও অনেকে আগ্রহী হবে।

এমনই বিশালাকার পালতোলা নৌকার মতো একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগটি নিয়েছেন রুশ ধনকুবের ভ্যাসিলি ক্লুইয়ুকিন। প্রকল্পটিতে সহায়তা দিতে এগিয়ে এসেছে সৌদি আরবের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। এটি নির্মাণ করা হবে তিউনেশিয়ায়।

উদ্যোক্তা ভ্যাসিলি জানিয়েছেন, হোয়াইট সেইলস হসপিটাল অ্যান্ড স্পা হবে ‘বিশ্বের সবচেয়ে আনন্দময় হাসপাতাল।’ এখানে সরঞ্জামও থাকবে সর্বশেষ আধুনিক।

আকাশ ভ্রমণে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় এ ধরনের হাসপাতাল নির্মাণের চিন্তা মাথায় আসে তার। রাশিয়ার বৃহত্তম ব্যাংক সোভকোমব্যাংকে বিনিয়োগ থেকে প্রচুর সম্পদ গড়েছেন তিনি।

ভ্যাসিলির মতে, বর্তমানের হাসপাতালগুলোতে আকর্ষণের কিছু নেই। লোকজন সেখানে যাওয়ার আগেই মনমরা হয়ে যায়। তিনি এই দৃষ্টিভঙ্গি দূর করতে এমন উদ্যোগ নেন।

হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ৫০ বিলিয়ন ইউরো। সৌদি আরবের বিনিয়োগ প্রতিষ্ঠান লালি আল বারাকাহ এস্টেট প্রকল্পটিতে সহযোগিতা করবে।

২৩ সেপ্টেম্বর,২০১৫ /এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে