বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৬:৪৮

দাম্পত্য সুখ বাড়াবে সিনেমা!

দাম্পত্য সুখ বাড়াবে সিনেমা!

এক্সক্লুসিভ ডেস্ক : কমেডি কিংবা অ্যাকশন, অথবা চোখ ধাঁধানো প্রযুক্তির কোন সায়েন্স ফিকশন, কম বেশি আমরা সবাই নিয়মিত সিনেমা দেখি। কিন্তু সিনেমা নিয়ে কি আপনার স্ত্রী বা স্বামীর সাথে আলোচনা করেন আপনি? যদি না করে থাকেন তাহলে আজ থেকেই আপনার সঙ্গীকে নিয়ে রোমান্টিক সিনেমা দেখুন এবং সিনেমা নিয়ে আলোচনা শুরু করুন।

নিউইয়র্কের ইউনিভার্সিটি অফ রচেস্টারে করা সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে যে স্বামী বা স্ত্রীর সাথে রোমান্টিক সিনেমা দেখা কিংবা সিনেমা নিয়ে আলোচনা করা দাম্পত্য জীবনকে দীর্ঘ করে ও ডিভোর্সের হার কমায়!

গবেষকদের মতে এক মাসে অন্তত ৫টি রোমান্টিক সিনেমা নিয়ে সঙ্গীর সাথে আলোচনা করলে ডিভোর্স এর ঝুকি কমে যায় অনেক খানি। দিন হিসেবে গণনা করলে যা দাঁড়ায় ৩ বছরের সমপরিমান।

জার্নাল অফ কন্সাল্টিং এন্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রকাশিত এই গবেষনায় ১৭৪ টি দম্পতি অংশগ্রহণ করেছিলো।

গবেষণায় অংশগ্রহণকারীদেরকে ৪৭ টি রোমান্টিক সিনেমার তালিকা দেয়া হয়েছিলো এবং একমাস ধরে সপ্তাহে একটি করে সিনেমা দেখতে বলা হয়েছিলো। সিনেমা দেখার পরে সিনেমাটি নিয়ে কমপক্ষে ৪৫ মিনিট ধরে আলোচনাও করতে বলা হয়েছিলো তাদেরকে।

গবেষকদের মতে এই সিনেমা থেরাপীর মাধ্যমে দম্পতিরা বুঝতে পারে তাদের কি করা উচিত,কি করা অনুচিত, কোনটি ভুল এবং কোনটি ঠিক। ফলে তাদের মধ্যে দাম্পত্য অশান্তি কমে এবং ডিভোর্সের ঝুকি কমে যায়।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে