বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৭:২৯

হনুমান আবার মোটরসাইকেলও চালায়!

হনুমান আবার মোটরসাইকেলও চালায়!

এক্সক্লুসিভ ডেস্ক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব জেলা খুলনা, যশোর ও সাতক্ষীরার সমদূরত্বে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি উপজেলা কেশবপুর। কবি জন্মভূমি হিসেবে এই উপজেলার সুনাম থাকলেও আরো একটি দিক থেকে এই উপজেলার কথা শোনা যায়। তাহল, হনুমানের অভয়ারণ্য নামে খ্যাত যশোর জেলার কেশবপুর উপজেলা।

অসংখ্য হনুমানের পদচারণায় মুখর থাকে কেশবপুর শহরের বিভিন্ন স্থান। উপজেলা পরিষদের প্রাচীরের ওপর প্রায় সময় দেখা যায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে যেসব স্থানে সরকারিভাবে তাদের খাদ্য সরবরাহ করা হয় সেইসব স্থানে হনুমান দেখা মিলবে।

গত ২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০ টার দিকে হনুমানদের মধ্যে এলাকা দখল ও প্রভাব বিস্তার কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৪ টি সদস্য আহত হয়েছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, সকাল ১০ টার দিকে হনুমানের অভয়ারণ্য নামে খ্যাত যশোর জেলার কেশবপুর উপজেলার শহরের পুরাতন বাসষ্টান্ডে অনন্ত সাহা স্মৃতি তোরন সড়কের উপরে ১৫০ টিরও বেশি হনুমান দুটি দলে বিভক্ত হয়ে এক গ্রুপ অপর গ্রুপের ওপর হামলা করে। রাস্তার ডান পাশের একটি গ্রুপ ও বাম পাশে একটি গ্রুপের মুখোমুখি অবস্থান করতে দেখা যায়।

এক গ্রুপের সদস্যরা যখনই অন্য পাশে যাওয়ার চেষ্টা করছে ঠিক তখনও অপর গ্রুপের সদস্যরা তাৎক্ষনিক তাদেরকে প্রতিরোধ করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। ১ ঘন্টাব্যাপী আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে এই সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষে দু’গ্রুপের ৪ টি হনুমান মারাত্মক আহত হয়। সংঘর্ষ চলাকালিন সময়ে রাস্তার দুপাশে কয়েকশো মানুষের ভিড় জমে গিয়ে তীব্র জানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনগনের সহায়তার হনুমানদের দু’গ্রুপকে ধাওয়া দিলে তারা বিভিন্ন দিকে ছুটে পালিয়ে যায়।

অতীতে নাকি একবার তাদের এক সদস্য হনুমানকে কয়েকজন মানুষ মিলে পিটিয়ে মেরে ফেললে সেই মৃত হনুমানের দেহ নিয়ে বিপুল সংখ্যক হনুমান কেশবপুর থানা ঘেরাও করে।

এমনই বহু ইতিহাস পাওয়া যায় হনুমান সম্পর্কে এই কেশবপুরে। এখানকার মানুষের সাথে যেন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে হনুমান। এখানকার এলাকাবসীও এই প্রজাতিকে আপন করে নিয়েছে।

তবে জানা যায় প্রতিকূল পরিবেশের কারণে এই প্রজাতিটি হুমকির মুখে, তাই এলাকাবাসী সকলে কাছে সাহায্য চাই এবং হনুমানদের জন্য খাবার সরবরাহসহ তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি যথাযত ভাবে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।

২৩ সেপ্টেম্বর২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে