এক্সক্লুসিভ ডেস্ক : শরীরে মাঝে মাঝে ম্যাসেজ করলে ভালই লাগে। এই ধরুন সেলুনে গিয়ে বসে একটু মাথায় ম্যাসেজ করলেই শান্তিতে ঘুম এসে যায়। এমন ম্যাসেজ আমরা প্রায় করে থাকি। কিন্তু ভাবার বিষয়!
আমরা কেউ-ই হয়তো চাইবো না নিজেকে কয়েক টন ওজনের একটি হাতির পায়ের নিচে দেখতে। আর হাতির পা দিয়ে নিজের শরীর ম্যাসেজ করিয়ে নেওয়ার কথা তো কল্পনারও বাইরে।
কিন্তু থাইল্যান্ডের একটি পর্যটন কেন্দ্রে এমনই অদ্ভূত এক ব্যবস্থা রয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা হাতি একজন মহিলা পর্যটককে তার পা দিয়ে ম্যাসেজ করে দিচ্ছে। অবাক করার মতো ব্যাপার হলো, হাতিটি নিজেই এই ম্যাসেজ দিচ্ছে; এজন্য কেউ তাকে দিক নির্দেশনাও দিচ্ছে না।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/