বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩০:৪৮

চোর যখন বানর!

চোর যখন বানর!

এক্সক্লুসিভ ডেস্ক : অর্থ চুরি করে মানুষ। কিন্তু কখনো কি শুনেছেন, বানর অর্থ চুরি করেছে। এমন কাণ্ডই এবার ঘটিয়েছে বানরটি।  

অর্থ চুরি করে আবার তা মানুষের মাঝে ছিটিয়ে দিয়েছে বানরটি। অবিশ্বাস্য হলেও সত্যি, ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের সিমলায়। বুধবার এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।

খবরে বলা হয়, একটি বানর খাবারের সন্ধানে এক বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু সেখানে তার ভাগ্যে খাবার জোটেনি। শেষমেশ রেগে গিয়ে ১০ হাজার রুপি চুরি করে বানরটি।

এরপর পাশের আরেক বাড়ির টিনের চালে বসে ১০০ রুপির নোটগুলো ছিটাতে থাকে। এরপরই আশপাশের মানুষের নজরে আসে বিষয়টি।

হিমাচলে তিন লাখের মতো বানর আছে। রাজধানী সিমলা প্রাণীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বানর পূজনীয়। সাম্প্রতিক সময়ে  বানরগুলোর বেশ উৎপাত বেড়েছে।

বানরের দল মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িরে পড়ছে এমনও জানা গেছে। ধ্বংস করে ফেলছে খেতের শস্য। খাবারের জন্য হামলা চালাচ্ছে মানুষের ওপর। মারধর করছে অবুঝ শিশুদের। বানরের ভয়ে তটস্থ শিশুরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী অমিত কানোয়াড়া বলেন, বানরটি যখন এক এক করে নোটগুলো নিচে ছিটাচ্ছিল তখন সেখানে লোকজনের ভিড় জমে যায়। বানরটিকে দেখে মনে হচ্ছিল, খাবার সংগ্রহ করতে না পেরেই হয়তো এমনটি করেছে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে