বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩১:৪৮

মস্তিষ্ক ছাড়াই ৮৮ বছর!

মস্তিষ্ক ছাড়াই ৮৮ বছর!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিটি মানুষের মস্তিষ্ক দুটি ভাগে বিভক্ত। স্নায়ুজালে জোড়া থাকে এই দুটি অংশ, যার নাম মহাসংযোজিকা (কর্পাস কলোসাম)। কিন্তু একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মস্তিষ্ক ছাড়াই দীর্ঘ ৮৮ বছরের বেঁচে রয়েছেন এক ব্যক্তি। ওই বৃদ্ধের মস্তিষ্কের দুটি অংশের সংযোজক স্নায়ুই নেই।

এইচ ডব্লু নামের এই ৮৮ বছরের বৃদ্ধের মহাসংযোজিকা বা কর্পাল কলোসাম নেই। জন্ম থেকেই তার এই গুরুত্বপূর্ণ জিনিসটি নেই।

কিন্তু এসব স্বত্বেও এইচ ডব্লুর কোনও অসুবিধা হয়নি। সেনাবাহিনীতে স্বাভাবিকভাবেই চাকরি করেছেন। অবসরের পরেও অন্য কাজ করতে তার কোনও সমস্যা হয়নি।

সম্প্রতি স্মৃতি সংক্রান্ত মামুলি সমস্যা নিয়ে তিনি চিকিত্সকের কাছে যান। আর তখনই তার গুরুত্বপূর্ণ স্নায়ূ না থাকার বিষয়টি ধরা পড়ে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে