বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫১:৪৯

আত্মরক্ষায় বক্সিং শিখছেন নারীরা

আত্মরক্ষায় বক্সিং শিখছেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক : রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে শিশ মারা। আবার একটু ফাঁকা পেলে শ্লীলতাহানি করা। আর হবে না এবার থেকে মেয়েরা তাদের আত্মরক্ষার জন্য মারামারি করতে বক্সিং শিখছে। 'আর নই' মন্ত্রেই দীক্ষিত হচ্ছে মেয়েরা।

ইকুয়েডর নামের দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতি ১০ নারীর ৬ জন নারী লিঙ্গভিত্তিক হিংসার শিকার হয়। আবার প্রতি ১০ জনের মধ্যে এক জন নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই যৌন নির্যাতনের শিকার হন। তারই আত্মরক্ষার জন্য বক্সিংকেই হাতিয়ার করেছেন তারা।

১৭ বছরের নাসিংয়ের ছাত্রী হুরটাডো জানান, গত বছর বাড়ি যাওয়ার সময় কয়েক জন পুরুষ তাকে ঘিরে ধরে ও ধর্ষণ করার চেষ্টা করে। তিনি জানিয়েছেন, 'তারা যখন আমাকে ধরে ফেলে তখন আমার মনে হয়েছিল, আমি আর বাঁচব না। কিন্তু আমি নিজের সমস্ত শক্তি একত্রিত করে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে জোরে ঘুসি মেরে পালিয়ে যাই।

১৭ বছররে র্নাসংিয়রে ছাত্রী হুরটাডো জানয়িছেনে, গত বছর বাড়ি যাওয়ার সময় কয়কেজন পুরুষ তাঁকে ঘরিে ধরে এবং তাঁর র্ধষণ করার চষ্টো কর।ে তনিি জানয়িছেনে, 'তাঁরা যখন আমাকে ধরে ফলেে তখন আমার মনে হয়ছেলি, আমি আর বাঁচব না। কন্তিু আমি নজিরে সমস্ত শক্তি একত্রতি করে পাশে দাঁড়য়িে থাকা ছলেকেে জোরে ঘুসি মারি এবং পালয়িে যাই।'

ঘটনার পর লা তোলায় অবস্থতি একটি জিম জয়েন করে হুরটাডো।সেখানে বক্সিং শিখতে শুরু করেন তিনি। সেখানে জানতে পারেন, তিনি একা নন, অনেক হুরটাডো ঘুরে বেরাচ্ছে সমাজে। এমন অনেক মহিলার সঙ্গে দেখা হয়, যাদের কাহিনী তার মতো। তারাও সেখানে আত্মরক্ষার জন্য বক্সিং শিখতে আসেন।

সেই বক্সিং ক্লাসে ২৭ বছরের এক মহিলা পারিবারিক হিংসার শিকার হন। প্রায়ই তাকে মারধর করত তার স্বামী। আবার আলু বিক্রেতা ৩০ বছরের এক মহিলা জানান, একবার এক ছিনতাইবাজ তার মোবাইল নিয়ে পালানোর সময় তাকে ধরে ধোলাই দিয়েছিলেন ও মোবাইল ফেরত পেয়েছিলেন।

লা তোলার এই জমিতে গত ১০ বছর ধরে নারীদের বক্সিং শেখানো হচ্ছে।

আমাদের দেশেও নারী নিরাপত্তা একটি বড় বিষয়। এখানেও  লা তোলার ওই জিমের মতো কোনও জিম মহিলাদের উজ্জিবিত করবে। যাতে করে মহিলাদের কাছে এসে উল্টা পাল্টা কিছু করলে নাকটা নিয়ে আর ফিরে যেতে না পারে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে