এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণত যেসব তারা একই ক্লাস্টার থেকে সৃষ্টি হয় তাদের রাসয়ানিক গঠন প্রায় একই রকম হয়ে থাকে। কিন্তু গবেষকরা বলছেন, তারারা একই সঙ্গে জন্ম নেয় এবং ক্লাস্টার গঠন কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায় তাদের মধ্যেও একই রাসয়ানিক বৈশিষ্ট্য থাকে।
বর্তমানে মহাকাশ বিজ্ঞানীরা চেষ্টা করছেন সূর্যের হারিয়ে যাওয়া 'ভাই-বোন'-দের খুঁজে বার করতে। আর সেজন্য তারা রাসয়ানিক সম্পর্কের উপর ভিত্তি করছেন। সেই ভাই-বোনরা হয়ত এখন ছায়াপথের অপর কোনও প্রান্তে নিজেদের গ্রহ নিয়ে দিব্যি সংসার পেতে বসেছে।
ক্যালিফোরনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারক ক্রুমহোলজ জানিয়েছেন ''কোটি কোটি বছর আগে জন্মের পর আমাদের সূর্য ও তার ভাই-বোনরা সম্ভবত নিজেদের ভিন্ন ভিন্ন পথ খুঁজে নিয়েছে।''
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/