বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৫:২৬

বিদ্যুতের তার বেয়ে যুবকের জিদ পূরণ

বিদ্যুতের তার বেয়ে যুবকের জিদ পূরণ

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ শখে কিংবা জিদ করে অনেক কিছুই করে। তার মধ্যে অনেক শখ বা জিদ মেটাতে মানুষকে জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়। তাইতো বিদ্যুতের তার বেয়ে জিদ পূরণ করলেন রাশিয়ার ২৪ বছরের এক যুবক গোগুলান পিভেল।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গের ব্যস্ততম সড়কের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তার বেয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সংকল্প ছিল গোগুলান পিভেলের।

সড়কতল থেকে ওই বৈদ্যুতিক তারের উচ্চতা ছিল ৭০ ফুট। দৈর্ঘ্য ৬০ ফুট। যদি কোনো রকমে হাত-পা ফঁসকে যায় তাহলে মৃত্যুও হতে পারে। কিন্তু সেসব আমলে নেননি গোগুলান। তার এক বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি এ কাজে উদ্যোগী হন।
 
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো- গোগুলান তার বাওয়ার সময় হ্যান্ড গ্লোভস ছাড়া তেমন কোনো নিরাপত্তা প্রস্তুতি নেননি। মাথায় হেলমেটও ছিল না। হাত ও পায়ের সাহায্যে তিনি তার বেয়ে এগোচ্ছিলেন।

কিন্তু কিছু দূর এগিয়ে তিনি শক্তি হারিয়ে ফেলেন। আর এগোতে পারছিলেন না, পারছিলেন ফিরে আসতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোগুলানকে দেখে মনে হচ্ছিল, সে তার শক্তি হারিয়েছে। পড়েও যেতে পারে।

অবশ্য শেষ পর্যন্ত যে প্রান্ত দিয়ে যাত্রা করেছিলেন, সেখানে ফিরে আসতে সক্ষম হন।

গোগুলান পিভেল বলেছেন, আজ পারিনি, তবে আমাকে পারতেই হবে। আমি আমার প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি দূর গিয়েছিলাম। এরপর ঠিকই সংকল্প পূরণ করব এবং চ্যালেঞ্জে জিতব।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে