এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর দিকে প্রচন্ডবেগে ধেয়ে আসছে গ্রহাণু। প্রতি সেকেন্ড ৯ মাইল বেগে ছুটে আসা গ্রহাণুর আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা।
যদিও এই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাব্য দিন ১৬ মার্চ, ২৮৮০ সালে। মানে আজ থেকে প্রায় ৮৬৬ বছর পর সে পৃথিবীতে আঘাত হানবে।
২৮৮০ সালে '১৯৫০ ডিএ' নামের এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর বিশ্বের আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটবে। ভয়াবহ সুনামি দেখা যাবে, পৃথিবীর সব প্রান্তে শুরু হবে বড় বড় ঝড়। ওই গ্রহাণুতে থাকবে ৪৪ হাজার ৮০০ মেগাটনের বিস্ফোরক পদার্থ বিশেষ।
যদিও বিজ্ঞানীরা বলছেন, এমন ধরনের গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ৩০০ ভাগের মধ্যে একভাগ। তবুও পৃথিবী ধ্বংসের এই সামান্য সুযোগটাও রাখতে রাজি নন বিজ্ঞানীরা। তাই এই দৈত্য গ্রহাণুকে ধ্বংস করার কাজ শুরু করে দিতে চলেছেন বিজ্ঞানীরা।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/