হাতির জন্য সিংহ-কুমিরের লড়াই
এক্সক্লুসিভ ডেস্ক : লড়াই নেই কোথায়? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, অধিকার প্রতিষ্ঠা করতে কিংবা বেঁচে থাকতে প্রতিনিয়ত পৃথিবীর প্রতিটি প্রাণীই লড়াই বা যুদ্ধ করে যাচ্ছে।
জলে বাস করা প্রাণীর সাথে জঙ্গলে বাসকারীর মধ্যে লড়াইয়ের কথা তেমন একটা শোনা যায় না। সে কারণে হয়তো কুমির সাতে সিংহের লড়াইয়ের কথা শোনা যায় না। তবে কেনিয়ার একটি রিজার্ভ ফরেস্টে এই ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে।
একটি হাতির মরদেহ নিয়ে কুমির আর সিংহের লড়াইয়ের সূত্রপাত। জলাশায়ের কিনারে বিশাল আকৃতির হাতির মৃতদেহের দখল নিয়ে ঝামেলা শুরু হয় কুমির আর সিংহটির মধ্যে। প্রথম দিকে সমানে সমান লড়াই চললেও কিচুক্ষণ পরই সিংহের দলে আরো দুই সিংহী যোগ দেয়। এতে লড়াই একপেশে হয়ে পড়ে। শেষ পর্যন্ত তিন সিংহ মিলে হাতির কুমিরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিলে হাতির দেহের ওপর একক আধিপত্য প্রতিষ্ঠিত হয় সিংহত্রয়ের।
নিজের পরিবার নিয়ে রিজার্ভ ফরেস্ট ভ্রমণ করতে গিয়ে কাই বানক নামের এক পর্যটক দূর থেকে এই লড়াইয়ের দৃশ্য ধারণ করেছেন। প্রথম লড়াইটির ভিডিও করার পাশাপাশি দ্বিতীয় লড়াইয়ের বেশ কিছু ছবি তুলেছেন এই পর্যটক।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস