বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৫:৪১

পৃথিবীর সবচেয়ে বড় ‘ড্রাগন ফড়িং’

পৃথিবীর সবচেয়ে বড় ‘ড্রাগন ফড়িং’

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বড় জলজ পতঙ্গের হদিশ মিলল চীনের সিচুয়ান প্রদেশে। আমাদের দেশে দেখতে পাওয়া ফড়িংয়ের মতো তার ডানা কিন্তু রয়েছে ভয়ঙ্কর সাড়াশির মতো সুঁড়। স্থানীয় বাসিন্দারা জানায়, এ ড্রাগন ফড়িং পাওয়া যায় চেঙ্গডুর আশপাশে।

পশ্চিম চিনের জাদুঘরে রাখা এই দৈত্য ফড়িংকে গবেষণা করে দেখা গেছে, ডবসনফ্লাই প্রজাতির অন্তর্গত এই পতঙ্গ। ভিয়েতনাম ও চীনেই একমাত্র দেখতে পাওয়া যায় এই ড্রাগন ফড়িং।

পতঙ্গের দুই ডানা মেলে ধরে তার দৈর্ঘ্য ২১ সেন্টিমিটার। সবচেয়ে বড় পতঙ্গ হিসেবে এতদিন পর্যন্ত জানা দক্ষিণ আমেরিকার হেলিকপ্টার ডামসেলফ্লাইকে হার মানাচ্ছে ড্রাগন ফ্লাই। ডানাযুক্ত ডামসেলফ্লাইয়ের দৈর্ঘ্য ১৯.১ সেন্টিমিটার।

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে