এক্সক্লুসিভ ডেস্ক : কোনো অপরাধী দেখলে কিংবা অন্যায় হলে সেক্ষেত্রে পুলিশের সহযোগীতা নেয় মানুষ। কিন্তু হাঁস দেখে তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা চেয়েছেন ইংল্যান্ডের এক নারী!
ঘটনাটি ঘটেছে দেশটির বন্দর নগরী ম্যানচেস্টারে।
এ প্রসঙ্গে ওই নারী জানান, হাঁসটিকে দেখে তার মনে হয়েছিল হাঁসটি খুব ক্ষুধার্ত এবং তার সঙ্গীদের হারিয়ে ফেলেছে।
তিনি আরো বলেন, হাঁসটিকে দেখে মনে হচ্ছিল সে সঙ্গীবিহনী অবস্থায় সে বিপদে পড়তে পারে।
এ বিষেয়ে পুলিশ দপ্তরের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের অনুরোধ আসলে পুলিশের সম্পদের অপচয়। পুলিশকে এ ধরনের তামাশার কল আসলে সিস্টেমের অপব্যবহার। এর ফলে পুলিশকে যাদের প্রয়োজন তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/