বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৩:১৭

নারীদের যেমন বর পছন্দ

নারীদের যেমন বর পছন্দ

এক্সক্লুসিভ ডেস্ক : নারীদের কেমন বর পছন্দ? সুদর্শন নাকি ব্যক্তিত্ব সম্পন্ন? কিংবা বেশি আয় করা বর।

কিন্তু নারীদের পছন্দের ‘বর’ নিয়ে গবেষণা থেমে নেই। এবার নতুন এক তথ্য দিয়েছে আরেকটি গবেষণা।

নতুন ওই গবেষণায় বলা হয়েছে, জাঁকজমকভাবে জীবনযাপন করাতে পারবে- এমন বরই বেশি পছন্দ নারীদের।

নিউজিল্যান্ডের ‘এলিট সিঙ্গেলস’ নামক একটি সংস্থার গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, বেশিরভাগ নারী সেই সব পুরুষদের বিয়ে করতে চান না যাদের রোজগার ওই নারীর চেয়ে কম। ৭০ শতাংশ নারীই স্বীকার করেছেন, টাকাটা বিবাহ পরবর্তী জীবনের জন্য সব চেয়ে দরকারি।

সংস্থার সমীক্ষায় দেখা গেছে, সংসারের মূল উপার্জনকারী পুরুষের প্রতি একজন নারীর আকর্ষণ আজও অটুট।

ওটাগো বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের অধ্যাপক ক্রিস বিকেল বলেন, বর্তমান সমাজে স্বামী-স্ত্রী দু’জনের উপার্জনে সংসার চললেও পুরুষসঙ্গীকেই বেশি উপার্জন করতে হবে। নারীদের মধ্যে এই মানসিকতা এখনও রয়েছে।

তিনি বলেছেন, পুরোপুরি সংসারে মন দেয়া ও সন্তান প্রতিপালনের মানসিকতার কারণেই সম্ভবত নারীরা এমনটা ভেবে থাকেন।
-ইন্টারনেট
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে