এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারনেটে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল ভিডিওটি। মানুষের মত দেখতে একটি অস্পষ্ট কেউ চাঁদের উপর হেঁটে বেড়াচ্ছে। এমনকি তার ছায়াও দেখা যাচ্ছে।
অতি উৎসাহীদের কেউ দাবি করলেন, ছবিটি কোনো ভিনগ্রহের প্রাণীর। কিন্তু যাবতীয় জল্পনা কল্পনা উড়িয়ে নাসা সাফ জানিয়ে দিল, কোনো প্রাণীর নয়, ছবিতে যা দেখা যাচ্ছে তা হয় চাঁদের ‘ধুলো’ অথবা ফিল্মের নেগেটিভে কোনো আঁচড়ের দাগ।
সম্প্রতি এক ইউটিউব ইউজার ভিডিওটি ইন্টারনেটে ছাড়েন। মাত্র এক মাসেরও কম সময়ে দুই মিলিয়ন মানুষ ভিডিওটি ভিজিট করেন। ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। মনে বাসা বাঁধতে থাকে কল্পনা।
কাকে দেখা যাচ্ছে ছবিতে?
সত্যিই কি ভিনগ্রহের কোনো প্রাণী?
কিন্তু যাবতীয় কল্পনা জল্পনায় পানি ঢেলে নাসার বৈজ্ঞানিকেরা জানিয়ে দিলেন, ছবিটি ১৯৭১ এর চন্দ্রাভিযানের সময় অ্যাপোলো ১৫ বা অ্যাপোলো ১৭ থেকে তোলা। যেহেতু সে সময় ডিজিটাল ফিল্ম ছিল না, তাই ফিল্মে কোনো আঁচড়ের দাগ পড়ে এরকম হতেই পারে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/