বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩১:২৬

জীবন দুই শরীর এক

জীবন দুই শরীর এক

এক্সক্লুসিভ ডেস্ক : অরিন অ্যান্ড্রু আর কেটি হিল আরো একবার প্রমাণ করলেন প্রেম কোনো বাধাই মানে না। অ্যান্ড্রু আর হিল-এর মধ্যে দেখা হয়েছিল বছর দুয়েক আগে, লিঙ্গ পরিবর্তনকারী দলের একটা অনুষ্ঠানে। আমেরিকার ওকলাহোমার তালসায় দলটির সদস্যরা লিঙ্গ পরিবর্তনের অভিজ্ঞতা বিনিময় করত। ওখানেই একে অপরকে জীবনের গল্প শুনিয়েছিলেন অ্যান্ড্রু আর হিল।

অ্যান্ড্রু বয়স ১৭। ছেলেটা একসময় মেয়ে ছিলেন। মেয়ে থাকা অবস্থায় তার নাম ছিল এমারল্ড। গেল বছরের জুনে অ্যান্ড্রুর বুকে অস্ত্রোপচার হয়। কয়েক দিন আগে থেকেই বেশ অস্বস্তির মধ্যে ছিলেন তিনি। অস্ত্রোপচারের পর আগের চেয়ে ঢের স্বস্তি বোধ করতে থাকেন তিনি। যেখানে যেতে ইচ্ছা হচ্ছে সেখানে স্বচ্ছন্দে চলাফেরা করতে শুরু করলেন। আর একেবারেই স্বাভাবিক জীবনযাপন শুরু করলেন। আগে যেটা করতে পারেননি।

আবার ওদিকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলে হিসেবে কেটেছে ১৮ বছর বয়সী কেটির। তখন তার নাম ছিল লুক। দুই বছর আগে লিঙ্গ পরিবর্তনের জন্য ডাক্তারের কাছে যান। শেষের দুই বছর তাদের জন্য বেশ কষ্টকর ছিল। স্কুলে যেতে ভয় পেতেন কেটি। আর অরিনকে তো স্কুলই বদলাতে হয়েছিল। শুধু তাই নয়, লিঙ্গ পরিবর্তনের কারণে আগের বন্ধুদের হারিয়েছিলেন তিনি। দুঃসহ দিন পেরিয়ে তারা দুজনই এখন সুখী। একে অপরকে পেয়ে সুখী। তাদের শরীরের বাহ্যিক পরিবর্তন যা ঘটার ঘটে গেছে।

অ্যান্ড্রু আর কেটি আশা করেন, আত্মীয়পরিজনরা তাদের এই পরিবর্তনের ব্যাপারটি সহজ ও স্বাভাবিকভাবেই নেবে। আর আগের মতো দুঃসহ হবে না তাঁদের জীবন।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে