এক্সক্লুসিভ ডেস্ক : আবুজা- নাইজেরিয়ার রাজধানী আবুজা আফ্রিকার অন্যতম ব্যয়বহুল একটি শহর৷ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা একবার আবুজা সফরের সময় বলেছিলেন, ‘‘কেন তোমরা ইউরোপ যেতে চাও? ইউরোপের সব কিছু এখানেই পাবে৷’’
কোনাক্রি: আবাসন খরচ, যাতায়াত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য, খাবার, পোশাক এবং অবসর যাপনের ক্ষেত্রে খরচ – এ সবের ভিত্তিতে ব্যয়বহুল শহরের তালিকা তৈরি করা হয়েছে৷ গিনির রাজধানী কোনাক্রি আফ্রিকার প্রধান ব্যয়বহুল ১০টি শহরের একটি৷ যদিও দেশটির অন্যান্য শহরগুলো ঘুরলে একথা হয়ত আপনার বিশ্বাস হবে না!
বামাকো : মালির রাজধানী বামাকোতে ২০ লাখ মানুষের বাস৷ বিভিন্ন দাতা সংস্থা ও বিদেশি সংস্থার কারণে সেখানে দ্রব্যমূল্য ক্রমেই বেড়ে চলেছে৷ যদি আপনি সেখানে একটি ঘরভাড়া করতে চান, তবে অবশ্যই আপনাকে এজন্য দুটি নিরাপত্তাকর্মীও রাখতে হবে৷
ব্রাজাভিল : কঙ্গো রিপাবলিকের রাজধানী ব্রাজাভিলে এখনো গৃহযুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে৷ একারণেই হয়ত এক বোতল কোকাকোলার দাম দুবাইয়ের চেয়ে এখানসে চারগুণ বেশি৷
লাগোস : নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস৷ লাগোসের বিভিন্ন দ্বীপে দেশটির সব ধনী ব্যক্তিদের বাস৷ কাজের জন্য দেশের সব প্রান্ত থেকে এখানে অনেক মানুষ আসে৷ একারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও অনেক বেশি৷
লিব্রেভিল : পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবোনে প্রায় ৫ লাখ মানুষের বাস৷ দেশটিতে প্রাকৃতিক সম্পদ প্রচুর এবং বিদেশি সহায়তাও প্রচুর৷ রাজধানী লিব্রেভিলে প্রচুর ‘নাইট ক্লাব’ রয়েছে এবং রয়েছে বেশ কিছু উপকূলীয় এলাকা, যা ইউরোপীয়দের কাছে বেশ জনপ্রিয়৷
ভিক্টোরিয়া : ভারত মহাসাগরে সেশেল্স-এর অবস্থান৷ রাজধানী ভিক্টোরিয়া৷ ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামস এবং তার স্ত্রী কেট মধুচন্দ্রিমা কাটিয়েছিলেন এরই এক দ্বীপে, যেখানে একটি ভিলায় এক রাতে থাকতে খরচ হয় প্রায় ৪ হাজার ইউরো৷
ন’জামেনা : চাদের রাজধানী ন’জামেনা বিশ্বের দরিদ্রদেশগুলোর মধ্যে অন্যতম ব্যবয়বহুল শহর৷ এখানে কোনো সমুদ্রবন্দর নেই, নেই রেল যোগাযোগ৷ সেখানে দূরে কোথাও যেতে বিমানের বিকল্প নেই৷
লুয়ান্ডা : অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা কেবল আফ্রিকার নয়, বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর৷ এটি আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী দেশ৷ পশ্চিমা ধাঁচের বাড়িগুলোর ভাড়া করতে গেলে আপনাকে প্রতি মাসে গুনতে হবে ১০ হাজার থেকে ৩৫ হাজার ইউরো৷
ধনী-গরিবের তারতম্য : অ্যাঙ্গোলার বহু মানুষ বস্তিতে বাস করে৷ ধনী ও গরিবের মধ্যে এখানে ব্যবধান আকাশ পাতাল৷ কেবল অ্যাঙ্গোলা নয়ম, আফ্রিকার অন্য ব্যয়বহুল শহরগুলোর চিত্র অনেকটা একইরকম৷-ডিডাব্লিউ
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/