২০ বছর ধরে শিকলে বন্দি পিতা-পুত্র!
এক্সক্লুসিভ ডেস্ক : ছোট একটি ঘর। যেখানে রাখা হয় গরু, আর সেখানেই শিকলে বন্দি অবস্থায় ২০ বছর ধরে কাটছে পিতা-পুত্রের।
পেছনের দিকে বেড়া দেয়া স্থানে গরু বাঁধা। গরুর সঙ্গে বাঁধা আছে বাবা-ছেলে!
চুরামন কৌরব (৬৫)। বাড়ি ভারতের মধ্য প্রদেশের নরশিংপুরে। ছোট ছেলেসহ তাকে পায়ে শিকল দিয়ে আটকে রেখেছে বড় ছেলে দীনেশ কৌরব।
দীনেশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, তার বাবা এবং ভাই মানসিক ভারসাম্যহীন। প্রায় একদশক ধরে বাবা-ভাইয়ের চিকিৎসা করিয়েও কোনো ফল পাননি। তিনি এখন সর্বশান্ত।
তাদের সাধারণভাবে রাখলে নিজেদের কিংবা প্রতিবেশীদের হতাহত করতে পারে। সে ভয়েই তাদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
দিনেশ বলেন, আমি ছোটো একটা চাকরি করি। বেতন মাত্র তিন হাজার টাকা। এর প্রায় এক তৃতীয়াংশই চলে যায় দুজনের পেছনে। আমি ভেবে কোনো কুল পাচ্ছি না।
তাদের কয়েকবছর ধরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করিয়েছি। কিন্তু জমানো টাকা শেষ হওয়ার পর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
হাসপাতালে তাদের রাখা হলে চাকরি রেখে প্রতিদিন তাদের দেখভাল করাও সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
সেওয়া ধাম নামের একটি এনজিও জানিয়েছে, তারা আজকালের মধ্যে বেঁধে রাকা অসুস্থ বাবা-ছেলেকে দেখতে লোক পাঠানো হবে। এনজিও'র অধীনে তাদের আশ্রমে এনে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানায় সংস্থাটি।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস