বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৮:৩৬

জীবনসঙ্গীকে কখনোই বলবেন না যেসব কথা

জীবনসঙ্গীকে কখনোই বলবেন না যেসব কথা

এক্সক্লুসিভ ডেস্ক : জীবনে যত গোপন কথা থাকে সেসব কথা অন্য কাউকে না বললেও অন্তত জীবনসঙ্গী বা সঙ্গীনিকে বলা যায়। কিন্তু সব কথা কী বলা যায় বা বলা উচিত? না, উচিত না। আপনার জীবনে এমন কিছু ঘটনা থাকতে পারে যা সঙ্গী বা সঙ্গীনিকে জানানো উচিত নয়। এতে সংসারে শান্তি নষ্ট হয় এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ হারায়। শুধু তাই নয়, এমনকি আপনার সংসারও ভেঙ্গে যেতে পারে।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক : বিয়ের আগে শারীরিক সম্পর্কের কথা কখনোই সঙ্গী বা সঙ্গীনিকে জানাবেন না। আর যদিও জানিয়ে থাকেন তবে ব্যক্তিগত সম্পর্কে যেনো প্রভাব না পড়ে সেই বিষয়ে খেয়াল রাখবেন। আপনাদের শারীরিক সম্পর্কের পরেই হয়তো সঙ্গীকে আনন্দের সঙ্গে বলে বসলেন ‘ওঃ সেই সময়ের সম্পর্কটাই ছিলো ভালো।’ নিঃসন্দেহে পারিবারিক শান্তি নষ্ট হবে।

সাবেক প্রেমিক বা প্রেমিকা : আপনার সাবেক প্রেমিক বা প্রেমিকা দেখা করতে চেয়েছে। আপনারা দেখাও করেছেন কিন্তু এটি যথাসম্ভব সীমিত এবং সঙ্গীর কাছে গোপন রাখাই ভালো। কারণ আপনার সুন্দর একটি সংসার আছে এরপরেও আপনি সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করছেন এটি মেনে নেয়া কষ্টকর।

অতীতে আর বর্তমান : আপনারা খুব সুন্দর এবং রোমান্টিক সময় কাটাচ্ছেন, এরমধ্যে হঠাৎ বলে উঠলেন ‘ও আমার সঙ্গে এভাবেই কথা বলতো।’ নিঃসন্দেহে এটি আনন্দময় সময়টিকে পুরো মাটি করে দেবে। অতীতে সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অনেক কথা হয়ে থাকতে পারে কিন্তু সেটিকে বর্তমান জীবনের সঙ্গে তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।

সাবধান : আপনার আগের প্রেমের সম্পর্কটি হয়তো ভেঙেছে আপনারই ভুলে। আপনার সাবেক প্রেমিক বা প্রেমিকা হয়তো শতভাগ ঠিক থাকলেও, আপনি যেকোনো কারণে তার সঙ্গে প্রতারণা করেছেন। তবে সাবধান ভুলেও আপনার প্রতারণার কথা জীবন সঙ্গী বা সঙ্গীনির কাছে বলবেন না। কারণ এতে করে আপনাকে সবসময় সঙ্গী সন্দেহের চোখে দেখবে। বারবার না চাইলেও উনি আপনাকে প্রতারক বলেই ধরে নিবে।

উপহার : রোমান্টিক সম্পর্কে সারপ্রাইজ থাকবে না তা কি করে হয়! জীবন সঙ্গী বা সঙ্গীনিকে অবাক করে দিতে আপনি হয়তো তাকে একটা উপহার দিলেন। তিনিও খুশি হয়ে বলে উঠলো, এটি খুব সুন্দর হয়েছে। এতে আপনার খুশি হওয়ার কথা থাকলেও, আপনি হতে পারবেন না। কারণ আপনার মনে হবে, তাহলে কি এর আগের উপহারগুলো ওর ভালো লাগেনি। এজন্যে উপহার পেলে এভাবে অনুভূতি ব্যক্ত করবেন না।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে