বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪২:৩৯

বিশ্বের সবচেয়ে দ্রুত কথা বলা নারী!

বিশ্বের সবচেয়ে দ্রুত কথা বলা নারী!

এক্সক্লুসিভ ডেস্ক : ফ্রান কাপো, এই মানুষটিকে হয়তো সবাই না-ও চিনতে পারেন। তবে না চিনলেও অসুবিধা নেই। আজ তাকে চিনিয়ে দেব সবার কাছে।

ফ্রান বাস করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। না, এটি কোনো তার বড় পরিচয় না। ফ্রান কাপো হলেন সেই নারী যিনি পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি গতিতে কথা বলতে পারেন।

ফ্রান প্রতি মিনিটে ৬০৩টি শব্দ উচারণ করতে পারেন। এ হিসাবে প্রতি সেকেন্ডে ১১টি শব্দ উচ্চারণ করার ক্ষমতা আছে তার।

দ্রুত কথা বলার পারদর্শিতার কারণে বিশ্বরেকর্ডও আছে তার।

ইউটিউবে তার দ্রুত গতির কথা বলার একটি ভিডিও পাওয়া যায়। আর এ ভিডিওটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। অবশ্য ওই ভিডিও সম্পর্কে ফ্রান বলেছেন, এটা কয়েক বছর আগে রেকর্ড করা। এখন আমার কথা বলার গতি আরও অনেক বেশি।

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে