সোমবার, ০২ মে, ২০১৬, ০২:৩৫:০৫

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেছেন? তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেছেন? তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন

এক্সক্লুসিভ ডেস্ক : আজকালে সবার হাতে হাতেই স্মার্টফোন। অনেকেই ফোনের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড লক বা প্যাটার্ন লক করে থাকেন। যাতে ফোনটি অনাকাঙ্ক্ষিত মানুষের স্পর্শ না পড়ে, এ জন্য বেশির ভাগ ব্যবহারকারী প্যাটার্ন লকটাই ব্যবহার করে থাকেন।

কিন্তু কেউ যদি প্যাটার্ন লক ভুলে যান? তাহলে কি করেবন? কিভাবে খুলবেন আপনি আপনার লকটি? চিন্তার কোন কারণ নেই। কয়েকটি সহজ ধাপে স্মার্টফোনের এই প্যাটার্ন লক খুলে ফেলতে পারবেন আপনি। তাহলে আসুন জেনে নিই কিভাবে?

১। প্রথমেই স্মার্টফোনের সুইচ অফ করেন ফেলুন। ২। এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন ও হোমস্ক্রিন বাটন একই সঙ্গে চেপে ধরুন। ৩। আপনি রিবুট ডেটা, ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার বাটন ও অ্যাডভান্সড অপশন নামে পাঁচটি অপশন পাবেন।

৪। ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট বাটন নির্বাচন করে ‘ইয়েস’ করে দিন। তবে ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে আপনার দরকারি তথ্য ব্যাকআপ রাখুন। তা না হলে আপনার ফোনের সব তথ্য মুছে যাবে।
৫। এর কিছুক্ষণ পর ফোনটি রিস্টার্ট দেওয়ার দরকার হবে। এখন সহজেই ফোনটি আনলক করতে নতুন প্যাটার্ন লক সেট করতে পারবেন।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে