বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫১:২৬

চুল ভালো রাখাবেন যেভাবে

চুল ভালো রাখাবেন যেভাবে

এক্সক্লুসিভ ডেস্ক : নারীর সৌন্দর্য্য ফুটে তুলতে চুলের বিশেষ ভ’মিকা থাকে। কিন্তু সেই সৌন্দর্য্যকে ধরে রাখতে পারেনা অনেকেই।

দূষিত পরিবেশ বেশি প্রভাব ফেলে চুলের উপর। মূল যাদের ল্বা চুল তাঁদের পক্ষে  সর্বদা নিজেদের চুলের সঠিকভাবে যন নেওয়া সম্ভব নয়। কিন্তু এই দূষণে সবথেকে বেশি খারাপ হয়ে যায় লম্বা চুল।

চুলের ডগা ফেটে যাওয়া থেকে, দ্রুত চুল ওঠা, খুশকি বিভিন্ন ধরের সমস্যা লেগেই থাকে। তাই জেনে নিন কিছু পথ্য যেগুলি ব্যবহার করলে আপ চুল থাকবে ভাল।

গোলাপজল
গোলাপজল ব্যবহার করলেও চুল থাকবে সুরভিত ও সুন্দর। স্নানের শেষে মগে জল নিয়ে তাতে এক চা চামচ গোলাপজল মিশিয়ে চুল ধুয়ে নিন। এটি ব্যবহার করলে চুল সিল্কি থাকবে এবং চুলের দুর্গন্ধ সহজেই দূর হয়ে যাবে।

চা পাতা
নিয়মিত চা পাতার লিকার দিয়ে চুল ধুয়ে নিলেও চুল থাকে সুরভিত ও সুন্দর। গোসলের পরে ঠান্ডা চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন প্রতিদিন। এটা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এবং চুল পড়ে যাওয়া অনেক কমে যাবে।

লেবু
চুলকে প্রাকৃতিক ভাবে সুন্দর রাখতে চাইলে চুলে ব্যবহার করুন লেবুর রস। লেবুর রসের প্রাকৃতিক সুবাস আপনার চুলকে সব সময়ে রাখবে ফ্রেশ ও সুরভিত। প্রতিদিন স্নান করার পরে  এক মগ জলে কিছুটা লেবুর রস ঢেলে নিয়ে, সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। তাহলে চুলে জট কম পড়বে এবং খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।


বেলফুলের নির্যাস
বেলফুলের রস বা নির্যাস চুলের জন্য খুব উপকারী। বেলফুল মিক্সিতে বেটে নিয়ে সেটি চুলে লাগিয়ে তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিলে চুলের গোড়া মজবুত হয়। তবে, বেলফুলের নির্যাস ছাড়াও বেলফুলের তেল বাহারে পাওয়া যায় তাও ব্যবহার করতে পারেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে