সোমবার, ০২ মে, ২০১৬, ০৬:০২:০৫

আপনার বাচ্চার দেখভাল করবে এই ঘড়ি, বিশ্বাস হচ্ছে না?

আপনার বাচ্চার দেখভাল করবে এই ঘড়ি, বিশ্বাস হচ্ছে না?

এক্সক্লুসিভ ডেস্ক : ছোটরা যে বাধ্য হবেই এমন কোনও কথা নেই। অনেক সময় না বলে এদিক-ওদিক চলেও যায় তারা। বন্ধুর বাড়িতে খেলতে যাচ্ছি বলে অনেকক্ষণ কোনও পাত্তা নেই— বাড়ির সকলে টেনশনে ফেলে দেয় তারা যখন-তখন। তাই এদের সব সময়ে চোখে চোখে রাখতে জায়ামির এই বিশেষ স্মার্টওয়াচটি পড়ান।

এই স্মার্টঘড়ি থেকে করা যাবে ভয়েস কল এবং সেট করা যাবে জিওফেন্স। এটি হল একটি বিশেষ জিপিএস সেটিং। অনেকটা অদৃশ্য লক্ষ্মরেখার মতো। বাবা-মা যদি বাড়ি থেকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জিওফেন্স সেট করে রাখেন ওই ঘড়িত, তবে ওই ঘড়ি পরা অবস্থায় বাচ্চাটি ওই এলাকার বাইরে চলে গেলেই বাবা-মায়ের ফোনে চলে যাবে অ্যালার্ট।

তাছাড়া ছোটদের এই স্মার্টওয়াচে থাকছে এসওএস বাটন। বাচ্চাটি কোনও বিপদে পড়লে বা সমস্যায় পড়লে যদি প্রেস করে এই বাটন তবে সেই মুহূর্তে সে কোথায় আছে সেই তথ্যটি চলে যাবে তার বাবা-মায়ের ফোনে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘড়ি থেকে ক্ষতিকারক রেডিয়েশন হবে না। এই স্মার্টওয়াচটি সদ্য লঞ্চ হয়েছে আন্তর্জাতিক বাজারে। ভারতীয় মুদ্রায় দাম পড়বে ৩০৬৭ টাকা। অন্য যে কোনও ছোটদের স্মার্টওয়াচ থেকে কম দাম। -এবেলা
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে