সোমবার, ০২ মে, ২০১৬, ০৭:৪৮:৫০

এবার বাজারে আসছে ফেসবুকের নিজস্ব স্মার্টফোন!

এবার বাজারে আসছে ফেসবুকের নিজস্ব স্মার্টফোন!

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমান সময়ে ৮ থেকে ৮০ সবাই এখন মেতে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে ফেসবুক ব্যবহার সহজ হওয়ার কারণে সবাই স্রোতের গতিতে ছুটছেন সে দিকেই। লাইক, শেয়ার, কমেন্ট, ফ্রেন্ড, আনফ্রেন্ড, এখন মনে হয় সবথেকে বেশি ব্যবহৃত শব্দ এগুলোই। কারণ ফেসবুক ছাড়া এখন যেন সময়ই কাটে না। প্রত্যেকের স্মার্টফোনে আর কিছু থাকুক বা না থাকুক এই অ্যাপটা থাকাই চাই। কিন্তু যতি এমন হয় স্মার্টফোনের স্ক্রিনে সেই অ্যাপসটি থাকার সাথে সাথে ফোনটির গায়েও লেখা থাকবে ফেসবুক! তাহলে নিশ্চই দেখতে আপনার কাছেও অনেক ভালো লাগবে?

কি, এমন কথা শুনে অবাক হলেন? না, অবাক হওয়ার কোনো কারণ নেই। হয়তো আপনি যে ধারণাটি করেছেন তা সত্যি হতে যাচ্ছে। নকিয়া, স্যামসাঙ, অ্যাপেলের মতো এবার ফোসবুও নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। আর তখন যদি আপনার ফোনটা হয় ফেসবুকের। তখন আপনার কাছে কেমন লাগবে একবার চিন্তা করে দেখেন তো? এমনি একটা খবর শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্ক নাকি এবার ফেসবুকের নিজস্ব স্মার্টফোন বাজারে আনার কথা ভাবছেন। সম্প্রতি জুকেরবার্গের এক আলোচনায় এই জল্পনা আরো একটু বেড়ে গিয়েছে। যদিও বিশ্বাসযোগ্য সূত্র থেকে এবিষয়ে এখনো কোনো খবর আসেনি।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে