সোমবার, ০২ মে, ২০১৬, ১১:২৫:১১

বিশ্বকে চমকে দিয়ে মানুষের মাথা অন্য শরীরে প্রতিস্থাপন করবেন এক ডাক্তার!

বিশ্বকে চমকে দিয়ে মানুষের মাথা অন্য শরীরে প্রতিস্থাপন করবেন এক ডাক্তার!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বে প্রথম মানব মস্তক প্রতিস্থাপন করবেন বলে ঘোষণা করলেন ইতালির বিস্ময় ডাক্তার। ৫১ বছর বয়সি নিউরোসার্জেন সের্গিয়ো ক্যানাভেরো জানিয়েছেন, খুব শিগগরিই তিনি এই অসম্ভবকে সম্ভব করে দেখাবেন।

সের্গিয়োর মতে, দুটি ধাপে হবে মস্তক প্রতিস্থাপন। তিনি প্রথম ধাপের নাম দিয়েছেন হেভেন - এটি হেড অ্যানাসটোমসিস ভেঞ্চার। দ্বিতীয় ধাপটির নাম দিয়েছেন জেমিনি - যেখানে হবে স্পাইনাল কর্ড ফিউশন।

এমন দৃষ্টান্ত স্থাপনের কাজে তাকে সহযোগিতার জন্য একজন স্বেচ্ছাসেবীও পেয়ে গিয়েছেন সের্গিয়ো। একটি সফটওয়্যার কোম্পানির প্রোগ্রাম ম্যানেজার ভ্যালেরি স্পিরিডোনভ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার উপর এই পদ্ধতি প্রয়োগের অনুমতি দিয়েছেন। ৩১ বছর বয়সি এই যুবক ওয়েরডনিগ-হফম্যান রোগে আক্রান্ত। এর ফলে পেশির গতিবিধি ও শ্বাসপ্রশ্বাসের বিকৃতি দেখা দেয়। এই রোগের আক্রান্ত হলে কোনো কিছু চিবোনো, গেলা ইত্যাদি ক্ষেত্রেও সমস্যা হয়। রোগমুক্তির আশাতেই সের্গিয়োর প্রক্রিয়া নিজের উপর গ্রহণে মত দিয়েছেন এই যুবক। যদিও সের্গিয়োর দাবিকে ফুত্‍‌কারে উড়িয়ে দিয়েছেন অনেকেই। তারা বলছেন, 'কল্পনার জগতে ভাসছেন ক্যানাভেরো।'

তবে, সমালোচনার মুখে দমে যাওয়ার পাত্র নন সের্গিয়ো। তার দাবি, যদি হার্ট, কিডনি, লাংস, ইউটেরাসের মতো শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব, তবে মস্তক প্রতিস্থাপন সম্ভব হবে না কেন?

১৯৭০ সালে আমেরিকান নিউরোসার্জেন ডা. রবার্ট হোয়াইট প্রথম সফল মস্তক প্রতিস্থাপন করেছিলেন। একটি বাঁদরের মাথা অন্য বাঁদরের শরীরে বসিয়েছিলেন তিনি।-টাইমস অফ ইন্ডিয়া
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে