মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৫:১০:৫৮

মেয়ের মুখ দেখে যেভাবে বুঝবেন যে আপনাকে ভালোবাসে

মেয়ের মুখ দেখে যেভাবে বুঝবেন যে আপনাকে ভালোবাসে

একসক্লুসিভ ডেস্ক : মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছেন অনেক দিনই। কখনও কখনও মনে হচ্ছে, সে বোধহয় আপনাকে ভালবেসে ফেলেছে। কিন্তু নিশ্চিৎ হতে পারছেন না। সরাসরি প্রশ্ন করতেও অস্বস্তি বোধ করছেন। এরকম অবস্থায় আপনার মনের সংশয় দূর করতে পারে মনোবিজ্ঞান। খবর এবেলার।

মনোবিদরা বলছেন, একটি মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝে নেওয়া সম্ভব সে আপনাকে ভালবাসে কি না। একটি মেয়ে যদি আপনার প্রেমে পড়ে থাকে তাহলে তার মুখে ফুটে উঠবে কয়েকটি বিশেষ লক্ষণ। লক্ষণগুলি এরকম—

১. উত্তোলিত ভ্রূ: মেয়েটি যদি আপনার কথা শোনার পরে ঘাড় নাড়ে এবং সেই সঙ্গে হাসে, পাশাপাশি ভ্রূ দুটো তুলে রাখে তাহলে বুঝবেন সে আপনার কথায় সহমত পোষণ করছে। এটা ভালবাসার প্রথম লক্ষণ।

২. ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ানো: মেয়েটি কি আপনার কথা শোনার সময়ে বারবার ঠোঁট চাটছে বা ঠোঁট কামড়াচ্ছে? তাহলে বুঝতে হবে, অবচেতনে সে নিজের ঠোঁটের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তাছাড়া যখন একটি মেয়ে উত্তেজিত হয়ে পড়ে তখন তার মুখের ভিতরটা সাধারণত শুকিয়ে যায়। দুটোই কিন্তু তার প্রেমে পড়ার লক্ষণ।

৩. চোখের তারা বড় হয়ে যাওয়া: শুধু মেয়ে বলে নয়, পছন্দের মানুষের সংস্পর্শে এলে যেকোনও মানুষেরই চোখের তারা উত্তেজনায় বড় হয়ে যায়। কাজেই নজর রাখুন মেয়েটির চোখের তারার দিকে।

৪. চোখের পাতা পিটপিট করা: ভালবাসার পুরুষের কাছাকাছি এলে সাধারাণত মেয়েরা চোখের পাতা স্বাভাবিকের তুলনায় একটু দ্রুতই খোলা-বন্ধ করে।

৫. স্ফীত নাসারন্ধ্র:  মেয়েরা উত্তেজিত হলে তাদের নাকের পাটা ফুলে ওঠে। এটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। কাজেই যদি দেখেন আপানার কাছাকাছি থাকবার সময়ে তার নাসারন্ধ্র ফুলে উঠছে, তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে সে আপনাকে পছন্দ করছে।
৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে