বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:৩৪

জন্মের আগেই বিএড পাস!

জন্মের আগেই বিএড পাস!

এক্সক্লুসিভ ডেস্ক : জন্মগ্রহণ না করেই বিএড ডিগ্রি অর্জনের ঘটনা ঘটেছে! শুনে অবাক লাগারই কথা। কিন্তু তা কি করে সম্ভব? হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে ভারতের বিহারে।

২১ বছর পূর্ণ হওয়ার আগেই ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রি অর্জন করেছেন কেউ কেউ। শিক্ষক নিয়োগের পর ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরি নেয়ার অসংখ্য অভিযোগ জমা পড়ে রাজ্য সরকারের শিক্ষাবিভাগে

আইএএনএস বলছে, ২০১০ সালে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে রাজ্য সরকার ২০১১-২০১২ অর্থবছরে ৩৪৫৪০ জন প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দিয়ে এ তথ্যই আবিষ্কার করে।

অন্ততপক্ষে ৯৫ জনের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ হওয়ার আগেই বিএড ডিগ্রি অর্জনের তথ্য পাওয়া গেছে।

শিক্ষা বিভাগের জনৈক এক কর্মকর্তা বলেন, এসব অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায়, ৯৫ জন শিক্ষক ২১ বছর পূর্ণ হওয়ার আগেই বিএড ডিগ্রি অর্জন করেছেন। জন্মের আগেই এ ডিগ্রি পেয়ে যাওয়ার ঘটনাও রয়েছে।

দেখা গেছে, মাধিপুর জেলার একটি স্কুলে নিয়োগ পাওয়া শিক্ষক শিবনারায়ণ যাদব, তার জন্মের ৫ বছরে আগেই বিএড ডিগ্রি অর্জন করেছেন। তার ডিগ্রির সনদ ও জন্মসনদের কাগজপত্র যাচাইয়ে তা-ই দেখা গেছে।

পূর্ব চম্পারনের অপর এক শিক্ষক প্রীতি কুমারী তার জন্মের ৩ বছর আগেই বিএড ডিগ্রি পেয়েছেন।

একইভাবে দেখা গেছে, স্মরণ ও সাহারসা জেলার ইন্দু কুমারী এবং এল বি. সিং তাদের জন্মের ৭ বছর আগেই বিএড ডিগ্রি অর্জন করেন।

বিহারের প্রাথমিক শিক্ষা বিভাগের যুগ্মসচিব আর এস সিং বলেছেন, ভুয়া সার্টিফিকেটধারীরা বরখাস্ত করা হবে। এমন সার্টিফিকেটধারীদের চাকরি নেয়ার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে