বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:০১

অ্যামাজানে উদ্ধার 'দৈত্য মাছ'

অ্যামাজানে উদ্ধার 'দৈত্য মাছ'

এক্সক্লুসিভ ডেস্ক : অ্যামাজান বেসিনে অবস্থিত অ্যামাজান নদী হল আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচে বড় নদী এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদী। এর প্রায় ১,১০০টি উপনদী আছে যার মধ্যে ১৭টির দৈর্ঘ্য ১০০০ মাইলের বেশি। এ নদী অ্যামাজান অঞ্চলের প্রাণবৈচিত্রের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এ জঙ্গলের সুতিকাগার।

সম্প্রতি প্রায় ১০ ফুট লম্বা ও ১৮০ কিলো ওজনের আরাপাইমা মিলল অ্যামাজান নদীতে। আরাপাইমা হল দক্ষিণ আমেরিকার বেশ জনপ্রিয় মাছ। কিন্তু এটি সব থেকে বড় মাছ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রাজিলের বিভিন্ন নদীতে আরাপাইমা মাছ সংখ্যায় কমে যাচ্ছে। এখন শুধুমাত্র অ্যামাজান বেসিনের মধ্যে তাদের অস্তিত্ব সীমাবদ্ধ। কিন্তু এতবড় আরপাইমা মাছ উদ্ধার হওয়ায় এই প্রজাতির ভবিষ্যত নিয়ে বিজ্ঞানীদের মনে ইতিবাচক আশা জাগছে।

দক্ষিণ আমেরিকার সবথেকে বড় মাছের প্রজাতি আরাপাইমার শ্বাসপ্রণালী অন্যান্য মাছের তুলনায় আলাদা। তারা কম অক্সিজেন সম্পন্ন জলে থাকতে পারে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে