বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০১:০৬

রবিনের মৃত্যুতে কোকো’র চোখে জল! (ভিডিওসহ)

রবিনের মৃত্যুতে কোকো’র চোখে জল! (ভিডিওসহ)

এক্সক্লুসিভ ডেস্ক : বন্ধুত্ব যে মানুষে মানুষের মধ্যে গড়ে ওঠে তা কিন্তু নয়, প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্বও গড়ে ওঠে। তারই  প্রমাণ রবিন উইলিয়ামসের আকস্মিক মৃত্যু মৃত্যুর ঘটনা। বন্ধুর মৃত্যুর খবরে অশ্রুসজল হয়ে ওঠে গরিলা ‘কোকো’র চোখ।
 
‘কোকো’ নামের এই গরিলাটির সাথে উইলিয়ামস দেখা করতে গিয়েছিলেন। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোকো ইশারায় ভাবের আদান-প্রদান করতে সক্ষম। উইলিয়ামসের সঙ্গেও ভাব বিনিময় করেছিল কোকো নামের গরিলাটি। একটি সাক্ষাতেই বন্ধুত্ব গড়ে তাদের মধ্যে।

সে কারণেই উইলিয়ামসের মৃত্যু সংবাদ স্বাভাবিকভাবে নিতে পারেনি কোকো। এ খবর দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, উইলিয়ামসের মৃত্যুর খবর শোনার পর বিষাদগ্রস্ত হয়ে পড়ে কোকো। উইলিয়ামসের মৃত্যুতে তার চোখ ভিজে উঠতে দেখা গেছে। প্রায় দুই হাজার শব্দ বুঝতে পারা গরিলাটি, ইশারাভাষায় ‘কান্না’ শব্দটি বুঝিয়ে দেয়।

কোকোর সঙ্গে উইলিয়ামসের প্রথম পরিচয় হয় ২০০১ সালে। গরিলা ফাউন্ডেশনের একটি তথ্যচিত্রে ২০০৪ সালে একসঙ্গে কাজও করেছেন এ দুইজন।

ফাউন্ডেশনটির প্রেসিডেন্ট এবং কোকোর পালক মা ড. পেনি প্যাটারসন তাদের বন্ধুত্বের ব্যাপারে জানান, কোকো খুব অল্প সময়েই রবিনের সঙ্গে মানিয়ে নিয়েছিল। কোকোও খুব অল্প সময়ে যেকোন ব্যক্তির অনুভূতিগুলো উপলব্ধি করতে পারে। আর সে কারণেই রবিনের উদার মনোবৃত্তির প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ে।

কোকোকে রবিন হাসিয়েছিল। তার আগে প্রায় ৬ মাস কোকোকে আমরা হাসতে দেখিনি। কারণ ওর ছোটবেলার সাথী মাইকেল মারা গিয়েছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাসায় উইলিয়ামসের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজের কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে