এক্সক্লুসিভ ডেস্ক : দীর্ঘক্ষণ ধরে ইন্টারনেট ব্রাউজ করলে, বা বেশি ই-মেল করলে বাড়তে পারে স্মৃতিশক্তি। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
ডিজিটাল লিটেরেসির ফলে বাড়ে মস্তিষ্কের কগনিটিভ নেটওয়ার্ক অর্থাত্ তা বাড়িয়ে তোলে স্মৃতিশক্তি। ফলে নতুন প্রজন্মে কমতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দ্য জার্নালস অফ জেরোনটোলজি, সিরিজ এ: মেডিক্যাল সায়ন্সেসে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ থেকে ৮৯ বছর বয়সী ৬,৪৪২ জন মানুষের ওপর গত ৮ বছর ধরে গবেষনা চালান গবেষক অ্যান্দ্রে জুনকুয়েরা জেভিয়ারের দল। তাদের গবেষনায় উঠে এসেছে অধিক সম্পত্তি, শিক্ষা ও ডিজিটাল লিটেরেসি বাড়ায় মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/