বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১০:৫১

লাথি যখন চিকিৎসা!

লাথি যখন চিকিৎসা!

এক্সক্লুসিভ ডেস্ক : বিভিন্ন ধরনের রোগ কিন্তু  চিকিৎসা এক। তা হচ্ছে লাথি। বহুদিন ধরে এভাবেই বিভিন্ন রোগীদের চিকিৎসা করে আসছেন কুমিল্লা সদর দক্ষিণের দরবার শরীফের কথিত চার পীর। আর এ চিকিৎসার বিনিময়ে এলাকার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।

আলোক সজ্জা আর বাজনা শুনলে বাহির থেকে মনে হতে পারে একটি বিয়ে বাড়ি। তবে যাই মনে হোক না কেন, এটি কুমিল্লা সদর দক্ষিণের শাখড়াপুরী দরবার শরীফ। চার ভাই এই দরবার শরীফের কথিত পীর। তারা ছোট-বড় বিভিন্নœ বয়সী মানুষদের বিভিন্ন রোগের চিকিৎসা করেন পায়ের আলতো লাথির দ্বারা।

যে যাই বলুক বড় পীর মেসবাহ উদ্দিন নিজেকে অলৌকিক শক্তিধারী মনে করেন। তবে চার ভাই এর এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কেউ সমালোচনা করলেও অনেকে আবার ভয়ে মুখ খুলেন না।

স্থানীয়রা জানান, উনাদের শক্তি অনেক। আমাদের মত দুয়েকজন তাদের বিরুদ্ধে কথা বলে কি মার খাব? এতে বাধা দেয়ার মতো শক্তিও আমাদের নেই। আর তাদের চিকিৎসায় রোগ ভালো হয় কিনা সেটাতো আমরা বলতে পারি না, যারা আসছে তারা জানে।

এদিকে চার পীরের এমন কথা জানেন না বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তবে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। জেলা পুলিশ সুপার টুটুল বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করতে পারবে না। মানুষের অনুভূতিকে ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে