এক্সক্লুসিভ ডেস্ক : অনেকদিন ধরে পোষা কুকুরটিকে পছন্দ নয় তার প্রেমিকার। তাই প্রেমিকাকে অন্যের হাতে তুলে দেয়ার জন্য অনলাইনে একটি বিজ্ঞাপন দিয়েছে এক যুবক। ওই বিজ্ঞাপনটিতে কুকুরপ্রেমী ওই যুবক তার প্রেমিকার ব্যাপারে বেশ কিছু তথ্য (যার অধিকাংশই নেতিবাচক) শেয়ার করেছে।
সাধারণ মানুষ কুকুরপ্রেমী এই যুবকের কর্মকাণ্ডে হাসলেও কুকুরপ্রেমীরা নিঃসন্দেহে অনেক খুশি হবেন। কেউ যদি আমার ৩০ বছর বয়সী স্বার্থপর, বদ, অর্থলোভী প্রেমিকার প্রতি আগ্রহী হন। তাহলে চলে আসুন এবং তাকে নিয়ে গিয়ে আমাকে এবং আমার কুকুরকে বাঁচান।
শেষে আগ্রহী যে কোনো একজনকে তার প্রেমিকাকে গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞাপনটির শেষ দিকে তিনি লিখেছেন, অতএব, কেউ যদি আমার ৩০ বছর বয়সী স্বার্থপর, বদ, অর্থলোভী প্রেমিকার প্রতি আগ্রহী হন। তাহলে চলে আসুন এবং তাকে নিয়ে গিয়ে আমাকে এবং আমার কুকুরকে বাঁচান।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/