এক্সক্লুসিভ ডেস্ক : মহাকাশে গায়ে বিরল কৃষ্ণগহ্বরের সন্ধান পাওয়া গেছে। প্রায় ১ কোটি ২০ লাখ আলোকবর্ষ দূরে এম৮২ ছায়াপথে এই ‘ব্ল্যাক হোল’-এর অবস্থান।
আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের দুই ভারতীয় ছাত্র এই বিরল কৃষ্ণগহ্বরের আবিষ্কার করেছেন। নিছক কৌতূহলের বসেই মহাকাশে গায়ে বিরল কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়ে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন এই দুই শিক্ষার্থী।
ধিরাজ পশম এবং তার কয়েকজন সহপাঠী সদ্য স্নাতক পাশ করেছেন ওই বিশ্ববিদ্যালয় থেকে। আশ্বর্যভাবে ধিরাজ এবং তার সহপাঠীদের আবিষ্কার ইতিমধ্যেই বিজ্ঞানী মহলের আলোচনার বিষয়বস্ত্ত৷
বিজ্ঞানীরা বলছেন, ব্ল্যাকহোল মহাকাশের গায়ে অসংখ্য থাকলেও তাদের নির্দিষ্ট অবস্থান জানা যায় না৷ এই কারণেই তাদের মাপাও নির্দিষ্ট করা যায়নি। যে ব্ল্যাকহোলগুলি রয়েছে সেগুলি প্রায় প্রত্যেকটিই সূর্যের তুলনায় ১০ হাজার গুন বড়৷ শুধু এইটুকুই ব্ল্যাকহোলের সম্পর্কে জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা৷ এমনটাই জানিয়েছেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক রিচার্ড মাশডস্কি৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই ধিরাজ এবং তার সহপাঠীরা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে এই ব্ল্যাকহোল সম্পর্ক তথ্য দেবেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/