এক্সক্লুসিভ ডেস্ক : শুনে হয়ত আপনারা অবাক হচ্ছেন, অবাক হওয়ার কথায়। সয়ং ডাক্তার নিজেও অবাক হয়ে ছিলেন, যখন তার রুগীকে মাথায় বুলেট নিয়ে হাস্য উজ্জ্বল দেখেন।
ইরাকের শেখ মহম্মদ ওবেদ অল রউই ডাক্তারের কাছে গিয়ে হাসিমুখে বললেন, "আমার মাথায় বুলেটটি বার করে দিন"। কিন্তু তার হঠাৎ এইরকম উক্তি ডাক্তারদের অবাক করে দেয়। মাথায় আটকে রয়েছে ১২.৭ মিমি বুলেট কিন্তু মুখে এক গাল হাসি। একে বারে স্বাভাবিক একটা মানুষ।
ডাক্তারের কাছে বুলেট বার করে শেখ মহম্মদ জানান, তার মাথায় কোনও ব্যাথা হচ্ছে না। ফল্লুজাহ কাছে এক প্রার্থণা সভায় থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় হঠাৎ করে সরকারি সেনাদের সঙ্গে দুস্কৃতিদের সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি।
বেশ প্রচন্ড গুলিবিনিময়ে ভিতরে পড়ে দিশেহারা হয়ে গিয়ে ছুটছিলেন। হঠাৎ একটি বুলেট তার মাথায় এসে লাগে। কিন্তু কপাল ভাল বুলেট মাথায় ধুকে যায়নি। কথায় আসে না, ‘রাখে আল্লা মারে কে’ তাই তিনি বাঁচলেন ভাগ্যের জোরে। বর্তমানে তিনি এখন সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/