এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্ষুদ্র শহর কর্মোর্যান্ট। এই শহরেই ডিউক নামের ৭ বছরের কুকুর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে।
সাম্প্রতিক নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ডিউক শহরটির মেয়রের পদ লাভ করে। ওই শহরটির অধিবাসীরা জানায়, ডিউক খুব সাহসী, সে পুরো শহরটিই পাহারা দেয়। তাছাড়া তার কারণে কোনো যানবাহনই গতি সীমা অতিক্রম করতে পারে না।
নির্বাচনে জয় লাভ করার পর ডিউকের জন্য পাঁচ ঘণ্টার ধরে বিজয় উৎসবের আয়োজন করা হয়ে। আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে কুকুরটি মেয়র হিসেবে দায়িত্ব দেয়া হবে। সে সময় তার এক বছরের খাবার শহরবাসীর পক্ষ থেকে তাকে উপহার হিসেবে দেয়া হবে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/