এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ-পশুপাখির জন্যই হাসপাতাল। কিন্তু মাছের জন্য হাসপাতাল তৈরির কথা কারো জানা আছে কি জানি না। তবে এমন হাসপাতালই তৈরির কথা ভাবছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়।
সেখানে মাছের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এতে বিছানা থাকছে না, থাকছে বিছানার বদলে পুকুর ও অ্যাকুরিয়াম।
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিমেল অ্যান্ড ফিসারি সায়েন্সের অধ্যাপক টি জে আব্রাহাম বলেছেন, হাসপাতালটিতে ২৫টি বৃত্তাকার পুকুর থাকবে। প্রতিটি পুকুরে ৫০০ লিটার পানি এবং ৫০টি করে কাচের অ্যাকুরিয়াম থাকবে।
তিনি বলেন, এখানে অসুস্থ মাছ রেখে চিকিৎসা করা হবে। হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানান তিনি। ২০১৫ সালের মাঝামাঝি তা সম্পন্ন হবে। হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ১.৭৫ কোটি রুপি।
গবেষকরা বলছেন, দক্ষিণবঙ্গে মাছের অন্তত ৬০ ধরনের রোগ ও অস্বাভাবিকতা দেখা যায়। তা থেকে কাটিয়ে উঠতেই এ উদ্যোগ। সূত্র : হিন্দুস্তান টাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/