বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৩:২৫

দেয়ালের ওপাশের ছবি তুলবে স্মার্টফোন-ল্যাপটপ!

দেয়ালের ওপাশের ছবি তুলবে স্মার্টফোন-ল্যাপটপ!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রযুক্তি মানুষকে গোটা পৃথিবীকে হাতের মুঠোই এনে দিয়েছে। প্রযুক্তির সাহায্যে নিত্য নতুন উদ্ভাবন আরো সহজ করে তুলছে সব ক্ষেত্রগুলো।

ওয়াই-ফাই সংকেত ব্যবহার করে রোবটের সাহায্যে নিরেট দেয়ালের অন্য পাশের দৃশ্য দেখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন মার্কিন গবেষকেরা। এ তথ্য জানিয়েছে পিটিআই।

সেই লক্ষে রোবটে এক্সরে ভিশন যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শান্তা বারবারার একটি গবেষণা টিম। গবেষকরা দাবি করেছেন এতে রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত ব্যবহার করে পুরু দেওয়ারের পাশে থাকা বস্তু বা মানুষের কার্যকলাপ দেখা সম্ভব হবে।

ওই গবেষকেরা জানিয়েছেন, তারা এই প্রযুক্তিটির পেটেন্ট করাচ্ছেন। এতে দেয়ালের অপর পাশের বস্তুটির ছবি দেখার পাশাপাশি বস্তুর অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যাবে। এতে ওই এলাকা সম্পর্কে আগে কোনো তথ্য না থাকলেও চলবে।

রোবটে এই প্রযুক্তি যুক্ত হওয়ায় তা নানা উপকারে লাগবে। কোনো উদ্ধার অভিযান বা দুর্যোগে প্রতিকূল পরিস্থিতিতে বস্তু খোঁজা বা উদ্ধারে কাজে লাগানো যাবে। রোবট ছাড়াও এই প্রযুক্তি ওয়াই-ফাই সুবিধাযুক্ত পণ্যে যুক্ত করা যাবে।

অর্থাত্ স্মার্টফোন, ল্যাপটপেও এই প্রযুক্তি যুক্ত হলে তা ব্যবহার করে নিরেট দেওয়ালের অপর পাশের তথ্য জানা যাবে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে