বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৪:৩৬

সাবধান! চায়ে ভয়ানক কীটনাশক

সাবধান! চায়ে ভয়ানক কীটনাশক

এক্সক্লুসিভ ডেস্ক : সমস্ত দিনের শেষে পরিশ্রান্ত আপনাকে এক কাপ চায়ে যদি আপনি জীবনের শান্তি খুঁজে পান। সুন্দর একটি সকালে চায়ের কাপে মুখ দিয়ে দিনটি যদি শুরু করতে চান, তাহলে সেই চা পান করার আগে একবার সাবধান হন। চা-প্রিয়দের জন্য অনেকটা দুঃসংবাদ বয়ে আনলেন গ্রিনপিস ইন্ডিয়া নামের একটি এনজিও।

ভারতের চা শিল্পের বর্তমান অবস্থার ভইয়াবহ এক চিত্র উঠে এল গ্রিনপিস প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে।

২০১৩ সালের জুন থেকে ২০১৪-এর মে অবধি ভারতের ৮টি প্রখ্যাত চা বিক্রেতা কোম্পানির ৪৯টি বিভিন্ন চায়ের প্যাকেট সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছে গ্রিনপিসের একটি দল। এই কোম্পানিগুলি শুধুমাত্র ভারতের চা বাজারে রাজত্ব করে তাই নয়, রাশিয়া, ব্রিটেন, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানে চা রফতানিও করে।

ওই এনজিও-টির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৪৯টি স্যাম্পেলের ৪৬টিতে অন্তত ১টি করে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে।

২৯টিতে বিভিন্ন বিষাক্ত কীটনাশকের মিশ্রণ পাওয়া গেছে।

বিভিন্ন ব্র্যান্ডের চা গুলিতে মোট ৩৪ রকমের কীটনাশকের উপস্থিতি খুঁজে পাওয়া গেছে।

স্যাম্পেলগুলির ৬৭% ক্ষেত্রে ডিডিটি-এর উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। এই ভয়ানক কীটনাশকটির ব্যবহার ১৯৮৯ সাল থেকে ভারতে নিষিদ্ধ।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে