বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৬:৩৬

বন্ধু ভালোবাসাহীন যে ব্রিটিশরা!

বন্ধু ভালোবাসাহীন যে ব্রিটিশরা!

এক্সক্লুসিভ ডেস্ক : ‘বন্ধুহীন জীবন যেন নরকবাসের সমান’ বন্ধু সাড়া কি জীবন চলে! হ্যাঁ চলে লাখ লাখ ব্রিটিশ নর-নারীর একজনও ঘনিষ্ঠ বন্ধু নেই, তাদের অনেকেই ভালোবাসাহীন ভাবে জীবন কাটাচ্ছেন! শুনতে টাসকি খাবেন ‘২০১৪ সালে আমরা যে পথে আছি’ শিরোনামে যুক্তরাজ্যে পরিচালিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে ওই জরিপের ফল তুলে ধরেছে।

জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনে ১ জন ব্রিটিশের কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। এবার যদি জনসংখ্যার অনুপাতে হিসাব করেন তবে দেখা যাবে ৪৭ লাখ ব্রিটিশই হয়তো বন্ধুহীন জীবন যাপন করছেন। যুক্তরাজ্যের সম্পর্কবিষয়ক দাতব্য সংস্থা রিলেট এ জরিপ চালায়। মঙ্গলবার জরিপের ফল প্রকাশের পর দাতব্য সংস্থাটির প্রধান নির্বাহী রুথ সাদারল্যান্ড বলেছেন, এই জরিপের ফলে জাতির এমন ছবি ফুটে উঠেছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষই বন্ধু-স্বজনের সঙ্গ ছাড়াই বেঁচে আছেন।

ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডজুড়ে দৈব চক্ষু পদ্ধতিতে এই জরিপ চালানো হয়। ১৬ এবং তার চেয়ে বেশি বয়সী ৫ হাজার ৭৭৮ জন নর-নারী এতে অংশ নেয়। জীবনসঙ্গী, বন্ধু এবং কর্মক্ষেত্রের বস ও সহকর্মীসহ সব ধরনের সম্পর্ক নিয়েই অংশগ্রহণকারী লোকজনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন জরিপকারীরা।

বিবাহিত জীবন কাটাচ্ছেন কিংবা কারও সঙ্গে একত্রে বসবাস করছেন, এমন মানুষদের ৮১ ভাগই ব্যক্তিগত জীবনে ভালো আছেন বলে জানিয়েছেন। আর একা জীবন কাটাচ্ছেন, এমন মানুষদের ৬৯ ভাগ জানিয়েছেন ব্যক্তিগত জীবনে তারা ভালো আছেন।

এই জরিপের ফলে ইতিবাচক যে বিষয় উঠে এসেছে তা হলো—প্রতি ১০ জনে ৯ জন ব্রিটিশই জানিয়েছেন তাদের অন্তত একজন ঘনিষ্ঠ বন্ধু আছে। এ ছাড়া নারীদের ৮১ ভাগই জানিয়েছেন, তারা তাদের সম্পর্ক নিয়ে সুখী। তবে পুরুষেরা নারীদের তুলনায় সম্পর্ক নিয়ে কম সুখী বলে দেখা গেছে এই জরিপে। পুরুষদের ৭৩ ভাগ জানিয়েছেন, সম্পর্ক নিয়ে সুখী তারা।

জরিপের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাজ্যে পারিবারিক জীবনের ধরন দ্রুত পাল্টাচ্ছে। বিবাহ-বিচ্ছেদের হার বাড়ছে। জরিপে অংশ নেওয়া প্রতি চারজনে একজনই বিবাহ-বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার অভিজ্ঞতার মধ্য দিয়ে আছেন।

সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ সৃষ্টিকারী বিষয় হিসেবে ৬২ ভাগই টাকাকড়ির সমস্যার কথা জানিয়েছেন। পাশাপাশি এই জরিপে দেখা গেছে, তরুণদের তুলনায় বয়স্করা টাকাকড়ির সমস্যা নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন।

৬৫ বছরের চেয়ে বেশি বয়সীদের ৬৯ ভাগই আর্থিক উদ্বেগের কথা জানালেও ১৬-২৪ বছর বয়সীদের মধ্যে ৩৭ ভাগ এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে।

অফিসের বসের সঙ্গে সুসম্পর্ক থাকার কথা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ ভাগ অংশগ্রহণকারীই। কিন্তু ৪২ ভাগই জানিয়েছেন, কর্মক্ষেত্রে তাদের কোনো বন্ধু নেই। আর প্রতি তিনজনে একজনই জানিয়েছেন, তাদের বস মনে করেন ভালো কর্মীরা পরিবারের চেয়ে কাজকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে