এক্সক্লুসিভ ডেস্ক : কেউ যদি কখনো সম্পর্কে একবার প্রতারণা করে থাকে তাহলে সেই ব্যক্তির বারবার একইভাবে প্রতারণা করার প্রবণতা থাকে। এমনটাই দাবি করেছে একটি গবেষক দল।
সাইকোলোজিতে স্নাতক কেলা নপ এই বিষয়ে একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষা অনুযায়ী, যে ব্যক্তি তার সঙ্গী বা সঙ্গীনিকে একবার ঠকিয়েছেন, সে তার পরবর্তী সম্পর্কগুলির ক্ষেত্রেও একই ঘটনা ঘটিয়েছে।
১৮ থেকে ৩৪ বছর বয়সী ৪৮৪ জন অবিবাহিত ব্যক্তির ওপর এই সমীক্ষাটি হয়। সেখান থেকেই প্রমাণ মেলে মানুষ তাদের অতীত অভিজ্ঞতা বা ভুল থেকে কোনও শিক্ষাই নেয় না, বিশেষত প্রেমের ক্ষেত্রে।
শুধু তাই নয়, যারা ঠকাচ্ছে তারা যেমন এই ধরণের কাজ বারংবারই করে চলে, ঠিক তেমনই একই ব্যক্তি একাধিকবার প্রতারিতও হয় সম্পর্কের ক্ষেত্রে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/