এক্সক্লুসিভ ডেস্ক : সমুদ্রতীরে দুই মাথাওয়ালা ডলফিনের সন্ধান মিলেছে। তুরস্কের ইজমিরের পশ্চিম উপকূলের সমুদ্রতীরে এ ডলফিনের খোঁজ পেয়েছেন স্থানীয় শিক্ষক তোগরুল মতিন। তিনি ডলফিনটিকে সমুদ্রের স্রোতে ভেসে যেতে দেখেন।
মৃত ডলফিনটির বয়স এক বছর হতে পরে এবং দৈর্ঘ্য ৩ দশমিক ২ ফুট। ডলফিনের মাথা দুটো হলেও লেজ একটি। ৩৯ বছর বয়সী মতিন বলেন, আমি অদ্ভুত ডলফিনটিকে সমুদ্রের ধারে মৃত অবস্থায় ভেসে যেতে দেখি। প্রথম দেখে আমি বুঝে উঠতে পারিনি। মনে হচ্ছিল আমার চোখ আমাকেই ধোঁকা দিচ্ছে।
স্থানীয় পুলিশ প্রসাশনকে জানানো হলে মৃত ডলফিনটি উদ্ধার করে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। দুই মাথাওয়ালা ডলফিনের একটি মাথার চোখ একেবারেই ফোটেনি। দেনিজ বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মেহমেত গোকোগলু বলেন, দুই মাথাওয়ালা মানুষ দেখা গেলেও ডলফিনের ক্ষেত্রে এমনটা কখনও দেখিনি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/