বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৯:৫৬

দুর্লভ মুনফিশ ধরা পড়ল বড়শিতে!

দুর্লভ মুনফিশ ধরা পড়ল বড়শিতে!

এক্সক্লুসিভ ডেস্ক : দুর্লভ মুনফিশ ধরা পড়ল বড়শিতে। মুনফিশ দেখতে বেশ সুন্দর। মুনফিশ ধরতে পারাটাকে সৌভাগ্য বলে মানেন অধিকাংশ জেলে ও সৌখিন মাছ শিকারিরা। এই মাছ সচরাচর দেখা যায় না বলা চলে। দুর্লভ এই মুনফিশ সাগরের গভীরে থাকে।

বিরল হলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়া সামুদ্রিক এলাকা থেকে সৌখিন মাছ শিকারিরা বড়শি ফেলে তিনটি ওপাহ মাছ বা মুনফিশ ধরে ফেললেন। সম্প্রতি স্যান ডিয়াগোভিত্তিক একটি প্রতিষ্ঠান গ্রুপভিত্তিক স্পোর্ট ফিশিংয়ের আয়োজন করে।

এতে অংশ নিয়ে এনজেল আরমান্ডো ক্যাসিলো, জিও লুডলো এবং ট্রাভিস সাভালার গ্রুপ ১২৪ থেকে ১৮০ পাউন্ড ওজনের কাটা কমলা আকৃতির মাছ তিনটি ধরেন।  একসঙ্গে তিন জেলের নিজ নিজ বড়শিতে ৩টি বিশাল আকারের মুনফিশ ধরাটা সত্যিই আশ্চর্য ঘটনা।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে