বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৪:২৬

যে কারণে বোনই সেরা বন্ধু

যে কারণে বোনই সেরা বন্ধু

এক্সক্লুসিভ ডেস্ক :আজন্ম সুমধুর সম্পর্ক হচ্ছে ভাই-বোনের সম্পর্ক যা ভাষায় প্রকাশের নয়। বাসায় সারাদিন খুনসুঁটি তবে সেই মানুষটিকে ছাড়া সবই যেনো শূন্য। এমনই সম্পর্ক ভাই-বোনের। বাড়িতে যে মানুষটির উপর ও সবচেয়ে বেশি বিরক্ত, কিন্তু সবচেয়ে গোপন কথাটি আর কারো সঙ্গে শেয়ার করা যাবে না, করতে হবে শুধুমাত্র বোনের সঙ্গে। ভাই-বোনের সম্পর্কটা হচ্ছে শ্রেষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক। তবে বোনের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না।

আসলে বোনই শ্রেষ্ঠ বন্ধু , কারণ :

১.    জন্মের পর থেকে মানুষ যতো দুষ্টুমি বা অন্যায় করে তার সবকিছুতেই জীবনের প্রথম সঙ্গী থাকে আপনার বোন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভাই-বোনের কখনোই বিচ্ছেদের নয়।

২.    আপনার সকল ভুলকে ছোট শিশু মনে করে ক্ষমা করে দেয়াই বোনের কাজ।

৩.    প্রয়োজনে এবং বিপদের সময়ে আপনি মিথ্যা বললেও পক্ষ নেবে কিন্তু আপনার বোন।

৪.    জীবনের প্রতিটি পদক্ষেপে একজন বোনকেই দেখা যায় শিক্ষকের ভূমিকায়। শপিং কিভাবে করবেন এমনকি বিপরীত লিঙ্গের সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে সব শিক্ষাই বোনের কাছ থেকে পাওয়া যায় ।

৫.    যতদিন প্রয়োজন বোনের আলমারিটি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন।

৬.    ফেসবুকে আপনার প্রতিটি স্ট্যাটাস, ছবি এবং মন্তব্যে যদি কেউ লাইক না-ও দেয় তবে একজন অন্তত লাইক দেবেন। আর তিনি হচ্ছেন আপনার বোন।

৭.    প্রতিটি বিরক্তিকর এবং একঘেয়ে পারিবারিক অনুষ্ঠানে আপনার নজর থাকবে আপনার বোনের দিকে। কারণ তার সঙ্গে গল্প করলেই তো সব একঘেয়ে দূর হয়ে নিমিষেই শেষ হয়ে যাবে।

৮.    সব বিরূপ পরিস্থিতিতে এবং অনেক কৃত্রিম বন্ধুর থেকে রক্ষা করবে আপনার বোনটি। সেজন্য প্রাথমিকভাবে বিরক্ত লাগলেও আখরে সুফল পাবেন।

৯.   বোনকে চটাতে কোন ভয় নেই,  সবসময় বোনের সঙ্গে খুনসুঁটি করবেন, তাকে চটিয়ে দেবেন। তবে এই কাজটি অন্য কেউ তার সঙ্গে করলে বিরক্ত হবেন।

১০.   নিশ্চিন্তে  হাসি-কান্না, স্বপ্ন সব কিছুই নিজের মতো করে শুধুমাত্র বোনের সঙ্গে শেয়ার করতে পারবেন। আর তিনিও        আপনার স্বপ্নকে একইভাবে সম্মান ও স্নেহের দৃষ্টিতে দেখবেন ।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে