এক্সক্লুসিভ ডেস্ক : আপনার পছন্দসই জুতা কিনতে চান, কোন টেনশন নেই। আর যদি হয় থ্রি-ডি জুতা তাহলে তো একের ভেতর সব। আপনি অর্ডার করবেন, সাথে সাথে প্রিন্ট হয়ে আসবে অত্যাধনিক ডিজাইনের একজোড়া জুতা, যেখানে আগে একজোড়া ত্রিমাত্রিক হাইহিল বানাতে লাগত চল্লিশ ঘণ্টা, দামও কয়েক হাজার ডলার৷
সুইডিশ ফ্যাশন ডিজাইনার নাইম ইয়োসেফির তৈরি এই মডেলটির নাম ‘মেলোনিয়া'৷ এর বিশেষত্ব হলো: এর উৎপাদন পদ্ধতি৷ এই হাইহিল জুতাজোড়া পলিয়ামিড দিয়ে তৈরি৷ এগুলো এসেছে থ্রি-ডি প্রিন্টার থেকে৷
নাইম ইয়োসেফি বলেন: ‘আমার থ্রি-ডি প্রিন্টিং সম্পর্কে কোনো ধারণাই ছিল না৷ আমি একটা অরগ্যানিক আকার সৃষ্টি করার পন্থা খুঁজছিলাম৷ তখন আমি এই নতুন ত্রিমাত্রিক মুদ্রণ পদ্ধতির কথা শুনি৷ থ্রি-ডি প্রিন্টিং একটা খুব উচ্চ মানের প্রযুক্তি, যা দিয়ে নতুন নতুন আকৃতি তৈরি করা যায়৷’
জন্মসূত্রে ইরানের মানুষ নাইম ইয়োসেফির চোখে ত্রিমাত্রিক প্রযুক্তি হল ভবিষ্যতের ‘জুতা আবিষ্কার': মুচির হাতুড়ি-ফর্মার বদলে কম্পিউটার আর প্রিন্টার দিয়ে তৈরি করা৷ নকশাটা করা হয়েছিল কম্পিউটারে৷
তারপর স্টকহোমের এক বিশেষজ্ঞ মিকায়েল এরিকসন সেই নকশা ‘অপটিমাইজ' করেন৷ একটি বিশেষ সফটওয়্যার জুতোর ডিজিটাল মডেলটিকে সিগনালে পরিণত করে, যা থেকে থ্রি-ডি প্রিন্টার ত্রিমাত্রিক মডেলটি তৈরি করে৷
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/