বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৭:৫৩

ছবি তুলে চমকে দিল সুন্দরী!

ছবি তুলে চমকে দিল সুন্দরী!

এক্সক্লুসিভ ডেস্ক : ছবিটি নিয়ে দুনিয়াজুড়ে হইচই। নানা বিতর্ক। ফটোগ্রাফার ডেভিড স্লটার ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন বন্যপ্রাণীদের ছবি তুলতে। সেখানে ছবি তুলতে তিনি এতই ব্যস্ত হয়ে পড়েন যে, ভুলেই যান তার আরো একটি ক্যামেরার কথা।

ডেভিডের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সুন্দরী শিম্পাঞ্জিটি ক্যামেরাটি নিয়ে খেলতে শুরু করে। একগাদা ছবিও তোলে ফেলে। তার বেশির ভাগই ঝাপসা হলেও নিজের ঝাঁ চকচকে সেলফি তুলতে ভুল করেনি। কিন্তু এই সেলফির কপিরাইট কার, ডেভিডের না শিম্পাঞ্জিটির? এ নিয়েই যত বিতর্ক।

উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে এই অভিনব সেলফি প্রকাশ করার পরই ছবিটি নিয়ে হইচই পড়ে যায়। এখন পর্যন্ত মানুষ ব্যতীত অন্যকোনো প্রাণীর সেলফি এই প্রথম।

ফলে স্বভাবতই এ নিয়ে উৎসাহ চরমে পৌঁছায়। কিন্তু উইকিমিডিয়ার ওপর বেজায় চটেছেন ডেভিড। তার দাবি, এই ছবির কপিরাইট তার। উইকিমিডিয়ার ওয়েবসাইট থেকে পৃথিবীর একমাত্র শিম্পাঞ্জিটির সেলফি সরিয়ে নেয়ার দাবি তুলেছেন তিনি।

কিন্তু ডেভিডের দাবি মানতে নারাজ উইকিমিডিয়া। তাদের বক্তব্য, ছবিটি মোটেও তিনি তোলেননি। ছবিটির ওপর তার কোনো অধিকারই নেই। সূত্র : ইন্টারনেট
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে