এক্সক্লুসিভ ডেস্ক: জমিদার পুত্র হয়ে এক বেদিনীকে ভালোবেসে হয় সমাজচ্যুত। কিংবা প্রসাদ থেকে পালিয়ে যাওয়া রাজকন্যা কাঠুরীয়ার ছেলের প্রেমে পড়ে বাড়ির চোখরাঙানি ও সব বাধাবিপত্তি টুয়াক্কা না করে বিয়ে করছে। আমাদের সিনেমার গল্প অথবা রূপকথা ঘাটলে এ কাহিনি প্রচুর পাওয়া যাবে।
শুধু রূপকথা কেন, পৌরনিক কাহিনী থেকে ইতিহাসের পাতার মুঘল সম্রাট, আমাদের প্রেম কাহিনি বরাবরই রোমাঞ্চকর। এমনকি, চলচ্চিত্রের বিষয় হিসেবেও আমাদের প্রথম স্থানে থাকে প্রেম। সাহিত্যে, সিনেমায় প্রেম পরিণতি না পেলে চোখের অশ্রু বোধহয় সবথেকে বেশি ফেলে দর্শকারই, সে যে বয়সী হোক।
বাস্তবে কিন্তু প্রেমের পরিণতি নিয়ে মোটেই চিন্তিত নয় তারা। এখনও প্রেমঘটিত বিয়ের থেকে সম্বন্ধ করে বিয়েই বেশি পছন্দ আমাদের।
সমীক্ষায় সমাজে দেখা যায়, দেশের ৬০% বিয়েই হয় সম্বন্ধ করে। ফলাফলে দেখা যায়, সমাজে ৭০ শতাংশ বিয়ে হয় সম্বন্ধ করে। বাকি ৩০ শতাংশ বিয়ে প্রেমঘটিত। ঐতিহাসিকভাবে এখনও বাবা, মায়েদের পছন্দেই বিয়ে হয়। সারা দেশের সব জায়গাতেই সম্বন্ধ করে বিয়ের সংখ্যাই বেশি।
তবে এখনও সম্বন্ধ করে বিয়ের সংখ্যা বেশি হলেও নতুন প্রজন্ম যে বাবা, মায়ের পছন্দের থেকে নিজেদের পছন্দকে গুরুত্ব দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে সে কথাও এখন এক বাক্যে স্বীকার করতে হবে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/