এক্সক্লুসিভ ডেস্ক : মোবাইল গেমে এগিয়ে কারা? এর বিশ্লেষণ করলে দেখা যায় সারা বিশ্বে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ১.১ মিলিয়ন মোবাইলে নিয়মিত গেম খেলা চলে।
মোবাইল ব্যবহারকারীর মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন। তবে মজার ব্যাপারটি হলো, গেম খেলার জন্য ছেলেদের চেয়ে মেয়েরা ৩১ শতাংশ বেশি অ্যাপ কিনে থাকেন এবং তারাই ৩৫ শতাংশ বেশি সময় দেন গেম খেলেন।
তাহলে বিশেষ কোনো ধরনের গেম কী নারীদের নজর কেড়েছে? জানতে আইফোন এবং আইপ্যাডের ১৯ ক্যাটাগরির গেম নিয়ে পরীক্ষা চালানো হয়। এসব গেমের মধ্যে কোনগুলো মেয়েরা বেশি পছন্দ করছেন এবং ছেলেদের আগ্রহ কোন গেমগুলোর দিকে তা জানার চেষ্টা চলে।
দেখা যায়, ছয় ধরনের হার্ডকোর গেম আছে যেগুলো ছেলেদের কাছে ব্যাপক প্রিয়। এগুলো হলো- কার্ড ও যুদ্ধের গেম, স্ট্র্যাটেজি, টাওয়ার ডিফেন্স, ক্রীড়া, শুটার এবং অ্যাকশন/আরপিজি গেম।
তবে মেয়েরা যে এগুলো খেলে না তা নয়। তবে ছেলেরা বেশি খেলে। ওদিকে, পাজল, রেসিং গেম, প্লাটফর্মস এবং আর্কেড গেমগুলো ছেলে-মেয়ে উভয়ই সমানভাবে খেলে।
এ ছাড়া আরো ৯ ধরনের গেম রয়েছে যেখানে মেয়েদের সংখ্যাধিক্য রয়েছে। ম্যানেজমেন্ট এবং সিমুলেশন গেম খেলাতে মেয়েরা ছেলেদের চেয়ে সপ্তাহে ১৩০ মিনিট বেশি সময় ব্যয় করেন।
সলিটেয়ার গেমের পেছনেও মেয়েরা সপ্তাহে ১২০ মিনিট বেশি এগিয়ে। স্লট, স্যাসিনো/পোকার গেম, ম্যাচ৩/বাবল শুটার, বিঙ্গো, সোশাল, টার্ন-ভিত্তিক গেম, ব্রেইন/কুইজ এবং রানার গেমে খেলায় পিছিয়ে রয়েছেন ছেলেরা।
সম্প্রতি কিম কার্দাসিয়ানের হলিউড গেম খেলতে মেয়েরা প্রতিদিন ৭০ হাজার ডলার ব্যয় করছেন। তাই মনে হচ্ছে, মেয়েদের গেমিংয়ের ক্ষেত্রে কিম কার্দাসিয়ান নতুন যুগের সূচনা করেছেন বলে জানান গবেষণা প্রতিষ্ঠানের মুখপাত্র সাইমন খালাফ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/